কলকাতা, ১৫ এপ্রিল: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন কবি শঙ্খ ঘোষ (Poet Shanka Ghosh)। তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলে পরিবারের তরফে জানা গেছে। ৮৯ বছর বয়সী পদ্মভূষণ সম্মানে সম্মানিত কবির জ্বর নেই। তবে তিনি খুব দুর্বল রয়েছেন। কোভিড পরীক্ষার আগে তাঁর জ্বর আসে। বুধবার বিকেলে রিপোর্ট আসার পর দেখা যায় পজিটিভ।
শঙ্খ ঘোষের বয়সজনিত কয়েকটি সমস্যা রয়েছে। বেশ কয়েকটি কোমর্বিডিটিতে আক্রান্ত তিনি। স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল কয়েকদিন আগে। পদ্মভূষণ ছাড়াও সাহিত্যে অবদানের জন্য শঙ্খ ঘোষ রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ ও সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। আরও পড়ুন: Covid-19 Cases In West Bengal: দেশের এই ৪ রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসতে হলে নিয়ে আসতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯২ জন। কলকাতাতেই নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০১ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। রাজ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৩২ হাজার ৬২১ জন।