প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

কলকাতা, ৬ ফেব্রুয়ারি: আগামিকাল, ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় (Haldia) সরকারি অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে আসার আগে বাংলায় টুইটও করেন তিনি। টুইটে লেখেন, ‘আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করব। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি - দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করব।'

তিনি আরও লেখেন,'হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে।' আরও পড়ুন, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র

 

হলদিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান এদিকে আমন্ত্রণই পেলেন না তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভার নব নির্বাচিত চেয়ারম্যান সুধাংশু মণ্ডল। যার ফলে তুঙ্গে আমন্ত্রণ-বিতর্ক। এই ঘটনার পিছনে রাজনীতি রয়েছে বলে দেখছেন তিনি। যদিও এর মধ্যে রাজনীতি নেই বলে দাবি করেছে বিজেপি। বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন উদ্যোক্তারা।