Shashi Panja (Photo Credits: X)

কলকাতা, ২ মার্চ: একশোদিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যে সংঘাত দীর্ঘদিনের। একদিকে মোদি সরকার ভুয়ো জবকার্ডের কারণ দেখিয়ে অর্থপ্রদান বন্ধ করে দিয়েছে, অন্যদিকে তৃণমূল এই ইস্যুকে হাতিয়ার করে প্রতিবাদ শুরু করেছে। এমনকী বঞ্চিতদের টাকা ফেরও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে জবকার্ড হোল্ডারদের টাকা বন্ধ করার ইস্যু নিয়ে কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বল ঠেলে দিলেন তৃণমূলের কোটে।

এদিন মোদির অভিযোগ, এখানে কেন্দ্রের সুবিধা কারা পাবেন তা ঠিক করে তৃণমূলের তোলাবাজরা। এই রাজ্যে ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড রয়েছে। যাঁরা এখনও জন্মায়নি, তাঁদের নামেও তৈরি হয়েছে জবকার্ড। মোদির এই বক্তব্যের পরেই পাল্টা দেন রাজ্যে মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। মোদি ভুল তথ্য দিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে  বলেও অভিযোগ করেন তিনি।

শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রী কৃষ্ণনগর থেকে মিথ্যা ভাষণ দিয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার জন্যই জবকার্ডের টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র সরকার। পরিসংখ্যান বলছে, দেশের সবথেকে বেশি ভুয়ো জবকার্ড হয়েছে উত্তরপ্রদেশে। কিন্তু যেহেতু এই রাজ্য বিজেপি শাসিত তাই টাকা দেওয়া বন্ধ হয়নি। কেন্দ্র সরকার টাকা না দিলেও রাজ্য তহবিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫৯ লক্ষ জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। কেন্দ্র সরকার এই নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি।