কলকাতা, ৩০ ডিসেম্বর: মাতৃবিয়োগের জেরে শেষ পর্যন্ত রাজ্যে আসতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফলে গুজরাটের আহমেদাবাদ থেকেই পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই রাজ্যের রেল প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
PM Modi inaugurated & laid the foundation stone for various Railway projects in West Bengal, through video conferencing.
(Source: DD) pic.twitter.com/EFyTrhjSqM
— ANI (@ANI) December 30, 2022
রাজ্যের রেল প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চমবঙ্গের প্রকল্পের জন্য ধন্যবাদ। পাশাপাশি প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের জন্য দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আজ অত্যন্ত দুঃখের দিন। আপনার মা আমাদেরও মায়ের সমান।' এই সময় কাজের জন্য প্রধানমন্ত্রী যাতে আরও মনের জোর পান, সেই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বিশ্রামেরও অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
#WATCH | Kolkata: On behalf of the people of West Bengal, I thank you so much for giving us this opportunity. It's a sad day for you. Your mother means our mother also. May god give you the strength to continue your work, please take some rest: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/WVfMkiLDXf
— ANI (@ANI) December 30, 2022