PM Narendra Modi (Photo Credit: ANI/X)

আগামী ২২ অগাস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিকেল ৪টে ১৫ নাগাদ যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করতে চলেছেন তিনি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে জায়েন্ট স্ক্রিনে উদ্বোধন কর্মসূচি দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলে এই মাঠেই দলীয় কর্মসূচীতে যোগ দেবেন মোদী। সেই কারণে তৈরি হচ্ছে সভামঞ্চ। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি এক্স হ্যাণ্ডেলে রাজ্যের শাসক দলকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেছেন তিনি।

তৃণমূলকে আক্রমণ মোদীর

মোদী সামাজিক মাধ্যমে লেখেন, “তৃণমূলের প্রতি রাজ্যবাসী ক্ষোভ ক্রমশ বেড়ে চলেছে। আমরা উন্নয়নকে হাতিয়ার করেই এগিয়ে যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গের মানুষ অনেক আশা নিয়ে বিজেপিকে আনতে চাইছে। সেই কারণে বঙ্গ বিজেপির তরফ থেকে কলকাতায় হওয়া সভাবেশে আমি উপস্থিত থাকতে আগ্রহী”। চলতি বছরে এই নিয়ে মোদীর তৃতীয় সভা হতে চলেছে বাংলায়।

মোদীর বঙ্গ সফর

আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। ২২ অগাস্ট শিয়ালদহ-এসপ্ল্যানেড, নোয়াপাড়-এয়ারপোর্ট (জয় হিন্দ), বেলেঘাটা-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) মেট্রো স্টেশনগুলি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল বিহারে নির্বাচনী প্রচার সেরে কলকাতায় আসবেন তিনি। পাটনা থেকে কলকাতায় এসে সড়কপথে সভাস্থলে পৌঁছবেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী।