কলকাতা, ৮ জুন: দিন তিনেক ধরে বেলা বাড়তেই আকাশ কালো করে বৃষ্টি সঙ্গে বজ্রপাতের মেলা চলেছে৷ ইতিমধ্যেই বজ্রাঘাতে জীবন ও সম্পত্তিহানির পরিমাণ নেহাত কম নয়৷ সোমবারও তার ব্যাতিক্রম ঘটেনি৷ এদিন রাজ্যের ৬ জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন মোট ২৭ জন৷ এদিকে রাজ্যে বজ্রপাতে একদিনে এতজনের মৃত্যুর ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে৷ অন্যদিকে আগামী বুধ ও বৃহস্পতিবার বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-Death in Lightning: অবশেষে স্বস্তির বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বাজ পড়ে প্রাণ হারালেন ২০ জন
সোমবার বজ্রপাতে শুধু হুগলিতেও ১১ জনের মৃত্যু হয়েছে৷ এঁরা হলেন হেমন্ত গুছাইত (৪৩), মালবিকা গুছাইত (২৮), শিশির অধিকারী (৬৭), কানাই লহোরি (৭৮), কিরণ রায় (২৭), হারুন রশিদ (৩৯), দিলীপ ঘোষ (৫০), সুস্মিতা কোলে (৩৮), সঞ্জীব সামন্ত, সৈল মালিক, আনন্দ রায় (৩৫)। বাঁকুড়ায় বজ্রপাতে মৃত ২ জন হলেন বাসুদেব মাহাত (৪০) ও কৃষ্ণপদ হাঁসদা (৬৩)। পূর্ব মেদিনীপুরে বাজের বলি শম্পা মণ্ডল (২৫) ও গৌরাঙ্গ মাঝি (২৪)। একইভাবে মুর্শিদবাদে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন এনামুল শেখ (৪৬), সইনুল ইসলাম (২৫), সুনীল দাস (৩৫), দূর্যোধন দাস (৩৫), সূর্য কর্মকার (২৩), জালালউদ্দিন শেখ (২৮), অভিজিৎ বিশ্বাস (৪৫), প্রহ্লাদ মুরারী (৩২), মারাজুল শেখ (১৭)। পশ্চিম মেদিনীপুরে বাজের গ্রাসে মৃত অরুণ মন্ডল (৪৪), অর্চনা রায় (৪১)।