জয়দেব: মকর সংক্রান্তি (Makar Sankranti) উপলক্ষে বীরভূমের কেন্দুলিতে শুরু হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী জয়দেব মেলা (Joydev Mela 2025)। মকরসংক্রান্তিতে অজয়ের জলে পুণ্যস্নানের জন্যও অসংখ্য ভক্ত ভিড় জমিয়েছেন। জয়দেবে ৮৮টি স্থায়ী আখড়া রয়েছে। পাশাপাশি মেলা উপলক্ষে প্রায় ২৫০টি অস্থায়ী আখড়া গড়ে উঠেছে। ঐতিহ্যবাহী জয়দেব মেলায় রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্ত ও বাউল ফকির শিল্পীরা অংশগ্রহণ করেন। মেলায় বাউল গানের সঙ্গেই পাল্লা দিয়ে চলে নৃত্য! বাউলদের সঙ্গে সাধারণ মানুষও এই মেলায় নিজের মতো করে গানের শুর ধরেন। মেলার দিনগুলোতে সারা রাত ধরে চলে বাউল-ফকিরের গান। আখরাগুলোতে ভোর পর্যন্ত চলে দেহতত্ত্ব নির্ভর সরল ভাষার গান গাওয়ার উৎসব।
জয়দেবের মেলা চলবে ১৪-১৬ জানুয়ারি পর্যন্ত। জয়দেব কেন্দুলীর শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলা। এই মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী পবিত্র স্নানে অংশ নেবেন। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী বাউল গানের জন্য পরিচিত (ইউনেস্কো স্বীকৃত)। রাধা গোবিন্দ মন্দিরের আশেপাশের এলাকা তীর্থযাত্রী, সাধু, বাউল ফকির এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।
মকরসংক্রান্তির সঙ্গে জয়দেবের মেলা শুরু
Events -
Joydev Kenduli Mela 2025
14th-16th January
The iconic century old historical & cultural fair of Joydev Kenduli [22km from Durgapur]. Lakhs of pilgrims will take part in the holy bath on Makar Sankranti. Setting up of multiple akharas and ashrams along the Ajoy… pic.twitter.com/W7vGbdrcFP
— iamDurgapur | Durgapur Updates (@iamDurgapur) January 13, 2025