School. (Photo Credits: ANI)

কলকাতা, ৮ নভেম্বর: রাজ্যে স্কুল (School) কবে খুলবে, এই নিয়ে বিস্তর জল্পনা চলছিল। গত ২৫ নবেম্বর এ বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এমনকী এ বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে। আর সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস হবে দশম ও দ্বাদশ শ্রেণির। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের স্কুলগুলি।

আর এরপরই জনস্বার্থ মামলা (Public Interest Litigation) করে সুদীপ্ত ঘোষ চৌধুরি নামে এক আইনজীবী। আরও পড়ুন: করোনা বিরতির দু বছর পর পয়লা বৈশাখের পরই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন

আইনজীবীর আবেদনে বলা হয়েছে, কোনও পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল খোলা হচ্ছে অথচ পড়ুয়াদের কোনও ভ্যাকসিন দেওয়া হয়নি। এতে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়বে পড়ুয়াদের। এরকম এক পরিস্থিতিতে ক্লাস শুরু করা উচিত কিনা তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক। কীভাবে সময় কমিয়ে ক্লাস চালানো যায় তার সুপারিশ করুক সেই কমিটি। তা না হলে স্কুল খোলার ফলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর এই মামলার শুনানি হবে আগামি বৃহস্পতিবার।

অন্যদিকে, গত ১ লা সেপ্টেম্বর থেকে দিল্লি (Delhi),  উত্তরপ্রদেশ (Uttar Pradesh), তেলাঙ্গানা (Telangana) সহ দেশের বিভিন্ন জায়গায় খুলেছে স্কুল (School) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। যোগী রাজ্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল খুলেছে। উত্তরপ্রদেশের লখনউয়ের পথে দীর্ঘ দিন পরে খুদেদের কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যেতে দেখা গিয়েছে। তবে সবার মুখে মাস্কে ঢাকা, এই যা অচেনা দৃশ্য। করোনা আসার পর এই স্কুল যাওয়ার উঠে যাওয়া রীতিটা ফিরল।