BAN vs ZIM Test Series 2025 (Photo Credit: Zimbabwe Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Zimbabwe National Cricket Team: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামিকাল, ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে এই ম্যাচ। সিলেটে আয়োজিত প্রথম টেস্টে তিন উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবয়ে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের স্কোর ছিল যথাক্রমে ১৯১ ও ২৫৫। বল হাতে জিম্বাবয়ের ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৩ ও ৬ উইকেট। এরপর প্রথম ইনিংসে ২৭৩ ও দ্বিতীয় ইনিংসে ১৭৪/৭ স্কোর করে চতুর্থ দিনের তৃতীয় সেশনে ম্যাচ শেষ করে সফরকারীরা। মেহেদী হাসান মিরাজের দুই ইনিংস মিলিয়ে (Mehdy Hasan Miraz) ১০ উইকেট এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দুই ইনিংসে ১০০ রান শেষ পর্যন্ত বৃথা যায়। Bangladesh Squad, BAN vs ZIM 2nd Test: জিম্বাবয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরছেন আনামুল, বাদ নাহিদ

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজ ২০২৫

বাংলাদেশ স্কোয়াডঃ ননাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবয়ে স্কোয়াডঃ ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ?

২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ?

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখুন ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে প্রথম টেস্ট ম্যাচ?

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ হয়তো ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে বিটিভি (BTV)-তে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ?

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে FanCode অ্যাপে এবং বাংলাদেশে লাইভ স্ট্রিমিং দেখা যাবে টি স্পোর্টসে (T Sports App)।