
Bangladesh Squad, BAN vs ZIM 2nd Test: আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট। শেষ টেস্টের জন্য ইন-ফর্ম ওপেনার আনামুল হক বিজয় (Anamul Haque) ও আনক্যাপড বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে (Tanvir Islam) দলে নিয়েছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন আনামুল। তার শেষ আন্তর্জাতিক লাল বলের ম্যাচটি এসেছিল ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে ৩২ বছর বয়সী এই তারকা ঘরোয়া পর্যায়ে ভালো করে নজর কেড়েছেন এবং সেই কারণে ফের ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে খেলা এই ডানহাতি ব্যাটার টানা সেঞ্চুরি করেছেন এবং জিম্বাবয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে ফের খেলতে চলেছেন। BAN vs ZIM 1st Test Scorecard: মেহেদী হাসানের ২০০ উইকেট, তবুও সিলেট টেস্টে জিম্বাবয়ের কাছে হারল বাংলাদেশ; একনজরে স্কোরকার্ড
নাহিদ রানার পরিবর্তে বাংলাদেশ দলে তানভীর ইসলাম
জিম্বাবয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার নাহিদ রানা (Nahid Rana)। আসলে, পিএসএল ২০২৫ (PSL 2025)-এ খেলার জন্য রানাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি লিগে পেশোয়ার জালমির (Peshawar Zalmi) হয়ে খেলবেন। জাতীয় দলে খেলার কারণে ইতিমধ্যে টুর্নামেন্টে কয়েকটি খেলা মিস করেছেন রানা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে নাহিদ রানার পরিবর্তে তানভীর ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার তানভীর এখনও দীর্ঘতম ফরম্যাট না খেললেও ৪১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৬৭টি ইনিংসে ১৩৪ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে ছয়টি পাঁচ উইকেট ও একটি দশ উইকেট নিয়েছেন।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।