ভোজপুরী সিনেমার নায়ক-গায়ক পবন সিং (Pawan Singh)কে আসানসোল (Asansol Lok Sabha) থেকে প্রার্থী করেছে বিজেপি। সেখানকার বিহারী বাবু হিসেবে পরিচিত তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)-কে টেক্কা দিতে বিহারের সুপারস্টার পবন সিংয়ের ওপরেই বাজি ধরল গেরুয়া শিবির। যে পবন সিংয়ের ভোজপুরী গান 'লাগাইলে তু লিপিস্টিক....'বাংলাতেও কথা না বুঝেই হিট হয়েছে। পবনের নাম আসানসোলে প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই বাংলার নেটিজেনদের একাংশ তাকে নিয়ে কটাক্ষ শুরু করেছে। অনেকের অভিযোগে, পবনের বেশীরভাগ গানই অশ্লীল। এরই মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁকে প্রার্থী করায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানালেন পবন।
পবনকে দাঁড় করানোর পিছনে বিজেপির অঙ্ক খুব পরিষ্কার। গত দু বার জেতা বাবুল সুপ্রিয়-র পদত্যাগের পর হারিয়ে যাওয়া অবাঙালি ভোট ফের নিজেদের গড়ে আনা। অবাঙালি ভোট ব্য়াঙ্কে ধসের কারণেই আসানসোলে জমি পুরোপুরি হারায় পদ্ম শিবির। আসানসোলে সাংসদ বাবুলের ইস্তফার পর উপনির্বাচনে অবাঙালি ভোটের পুরোটাই প্রায় চলে যায় তৃণমূলে। অগ্নিমাত্র পাল একেবারে পর্যদুস্ত হন শত্রুঘ্ন সিনহা-র কাছে। অথচ ২০১৪ ও ২০১৯ লোকসভায় অবাঙালি ভোটের বেশীরভাগটা পেয়ে অনায়াসে বিজেপির টিকিটে জিতেছিলেন বাবুল। ২০১৪ লোকসভায় দক্ষিণবঙ্গে বিজেপির জেতা একমাত্র আসন ছিল আসানসোল। সেটা এবার উদ্ধার করতে আর বাঙালি মুখ নয়, বিহারী নায়কেই বাজি ধরল গেরুয়া শিবির। আসানসোলে এবার লড়াই বিহারী বাবু বনাম বিহারী হিরোর মধ্যে হতে চলেছে।
পবনের এক্স পোস্ট
शीर्ष नेतृत्व को दिल से धन्यवाद. @narendramodi @AmitShah @JPNadda @TawdeVinod @mangalpandeybjp @BJPBengal @ArunSinghbjp @amitmalviya @DrSukantaBJP @SuvenduWB pic.twitter.com/56XV2Fe4SL
— Pawan Singh (@PawanSingh909) March 2, 2024
২০২২ আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা ৩ লক্ষাধিক ভোটে হারিয়েছিলেন বিজেপির অগ্নিমাত্র পালকে। তার আগে ২০১৯ লোকসভায় বিজেপির টিকিটে নাবুল সুপ্রিয় ১ লক্ষ ৯৮ হাজার ভোটে হারিয়েছিলেন তৃণমূলের মুনমুন সেন-কে। আসানসোলে তখন বিজেপিতে থেকে বাবুলের প্রথম জয় এসেছিল তৃণমূলের দোলা সেনের বিরুদ্ধে প্রায় ৭০ হাজার ভোটে।