পরিবারের লোক নিয়মিতভাবে আসে না দেখতে। এদিকে আবার দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি। ফলে কার্যত বাড়ি যেতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন এক রোগী। আর তার জেরে শনিবার গভীর রাতে এএসকেএম হাসপাতালের (SSKM Hospital) পিজি পলিক্লিনিকে কার্যত তাণ্ডবলীলা চালালেন এক রোগী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক নার্স ও বেশ কয়েকজন রোগী, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যদিও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
হাসপাতাল সূত্রের খবর, সোদপুরের ওই বাসিন্দা দীর্ঘদিন ধরেই সিরোসিস অফ লিভার রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল গ্যাস্ট্রো বিভাগে। তবে সম্প্রতি স্বাস্থ্যের পরিস্থিতি উন্নত হওয়ায় পিজি পলিক্লিনিকে স্থানান্তরিত করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে ছেড়েও দেওয়া হত। অন্যদিকে, পরিবারের সদস্যরা কালেভদ্রে এসে দেখা করে যেত। এমনকী তাঁকে কবে ছাড়া হবে সেই বিষয়েও খোঁজখবর নিতেন না তাঁরা। আর এই সব দেখেই রোগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
অভিযোগ, গতকাল রাতে খাওয়াদাওয়া করার পর আচমকাই বাড়ি যাওয়ার জন্য চিৎকার করে ওঠেন ওই রোগী। তাঁকে থামানোর চেষ্টা করলেও উল্টে পাশে থাকা রোগী ও তাঁর পরিবারের সদস্যদের ওপরেও চড়াও হয় সে। এমনকী বেশ কয়েকজনের ওপর হামলা চালায় বলেও অভিযোগ। এরপর ঘটনাস্থলে চলে আসেন নার্স। তাঁকে স্যালাইনের বোতল ঝোলানোর রড দিয়ে পেটায় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে নিরাপত্তারক্ষী, স্বাস্থ্যকর্মীরাও রোগীকে সামাল দিতে গিয়ে মার খায়। শেষে ঘন্টা দেড়েক পর অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।