কলকাতা, ১৭ এপ্রিল: মারা গেছে রোগী। খবর পেয়ে দেহ নিতে কাঁদতে কাঁদতে এল পরিবার। দেখা গেল তাঁদের সামনে সুস্থ হয়ে হেঁটে বেড়াচ্ছে রোগী। চাঞ্চল্যকর ঘটনাটি কলকাতার (kolkata) চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের।ওই ব্যক্তির নাম সাবির মোল্লা। গত ১১ তারিখে বুকে ব্যথা অনুভব করায় বাড়ির লোকজন তাঁক ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে দিয়ে যান। এরপর ১৫ তারিখে হাসপাতালের তরফে সাবির মোল্লার বাড়িতে ফোন করে জানানো হয়, রোগীর মৃত্যু হয়েছে। ১৬ তারিখে যথারীতি দেহ নিতে পরিবারের লোকজন হাসপাতালে আসেন। এখানেও বিপত্তি, তাঁদের জানানো হয় সাবির মোল্লার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। কারণ তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। আরও পড়ুন-WB Assembly Elections 2021: কামারহাটিতে বুথের মধ্যেই মৃত বিজেপির পোলিং এজেন্ট, কমিশনে গেরুয়াশিবির
এদিকে বিষয়টি নিয়ে পরিবারের লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডেথ সার্টিফিকেও ইস্যু করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সেই সময় বাড়ির সদস্যদের একজনকে হাসপাতাল চত্বরে দেখতে পান রোগী সাবির মোল্লা। তিনি তাঁকে ডাকেন। তখনই বিরাট ভুল প্রকাশ্যে আসে। তখনই বাড়ির লোকজন জানতে পারেন সাবির মোল্লা বেঁচে আছেন। এরপরে এদিন সকালে হাসপাতাল কতৃপক্ষ সাবির মোল্লাকে ছেড়ে দেয়। কীকরে এমন ভুল হল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ