WB Assembly Elections 2021: কামারহাটিতে বুথের মধ্যেই মৃত বিজেপির পোলিং এজেন্ট, কমিশনে গেরুয়াশিবির
এই সেই বুথ(Photo Credits: ANI)

কামারহাটি, ১৭ এপ্রিল: পঞ্চম দফার ভোটের (WB Assembly Elections 2021) শুরুতেই বিপত্তি। বুথের মধ্যেই মারা গেলেন বিজোপির পোলিং এজেন্ট। ঘটনাস্থল তৃণমূল প্রার্থী মদন মিত্রের বিধানসভা কেন্দ্র কামারহাটির ১০৭ নম্বর বুথ। বিজেপির ওই পোলিং এজেন্টের নাম অভিজিৎ সামন্ত। জানা গেছে, ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তিনি বুথের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। এদিন বুথের দায়িত্ব পেয়ে ওই যুবক সঠিক সময়েই চলে এসেছিলেন ভোটকেন্দ্রে। আচমকা অসুস্থ হয়ে পড়লে বমি করতে শুরু করেন। সেই সময় বুথে থাকা অন্য দলের এজেন্ট, প্রিসাইডং অফিসাররা প্রথমে বিষয়টিতে গুরুত্ব না দিলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান অভিজিৎবাবুর মৃত্যু হয়েছে। আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনার থাবায় দেশ, ১ দিনে আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন

এই ঘটনায় কমিশনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়ে বিজেপির দাবি, বুথের মদ্যে থাকা বাকি দলের এজেন্টরা এমনকী ভোটকর্মী, প্রিসাইডিং অফিসার কেউই অভিজিৎ সমন্তকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। অন্যদিকে ভোট দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে কমিশনে যাওয়ার তোরজোর করচেন তৃণণূল প্রার্থী মদন মিত্র। তাঁর দাবি, ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি।