
ফের উত্তর কলকাতায় ভেঙে পড়ল একটি পুরোনো বাড়ি। রবিবার জোড়াসাঁকোয় (Jorasanko) মুক্তরাম বাবু স্ট্রিটের একটি শতাব্দী প্রাচীন বাড়ি সংস্কারের কাজ চলছিল। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ, পুরসভার কর্মী ও দমকল বাহিনী। রাস্তার ওপরে বাড়ি ভেঙে পড়ায় যানজটেরও সমস্যা হয়। যে কারণে যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধারকাজ। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সু্স্থ রয়েছে বলেই জানা যাচ্ছে। যদিও জরাজীর্ণ বাড়িতে কেউ থাকতেন না বলেই জানা যাচ্ছে।
দুপুরের দিকে ঘটনাটি ঘটে
এলাকাবাসীরা জানিয়েছেন, এদিন দুপুর ৩টে নাগাদ মুক্তারাম স্ট্রিটের একটি সংকীর্ণ গলিতে অবস্থিত ১১৯-এ নম্বরের চারতলা শতাব্দী প্রাচীণ বাড়িটির সংস্কারের কাজ চলছিল। তখনই আচমকা ভেঙে পড়ে ১০০ বছরের পুরোনো বাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। পুরসভার কর্মীরা, বিদ্যুত পরিষেবার কর্মীরা ও দমকলের কর্মীরা। যদিও কেন ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর
ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মাও এসেছেন। তিনি ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন। তাঁর মতে, ওই এলাকায় আরও অনেক পুরোনো বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেগুলির পরিস্থিতি কেমন রয়েছে তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।