Para Teachers Agitation: পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান, পুলিশ-বিক্ষোভকারীদের আন্দোলনে ধুন্ধুমার
নবান্ন (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা, ৫ ফেব্রুয়ারি: নবান্ন (Nabanna)অভিযান ঘিরে ধুন্ধুমার। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্নের উদ্দেশে মিছিল শুরু করেন পার্শ্বশিক্ষকেরা। নবান্নের দিকে যেতেই রাস্তা ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন পার্শ্বশিক্ষকেরা (Para Teachers)। আর তাতেই উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের বাধার মুখে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কয়েকজনকে কলকাতা মেডিকেল কলেজে (Kolkata Medicle College) ভর্তি করা হয়েছে। বাকি প্রতিবাদকারী পার্শ্বশিক্ষকেরা সুবোধ মল্লিক স্কোয়ারেই অবস্থান বিক্ষোভ করছেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: Toolkit Controversy: গ্রেটা থুনবার্গের শেয়ার করা টুলকিটের IP address জানতে গুগলের দ্বারস্থ দিল্লি পুলিশ

বেতন কাঠামো চালু-সহ একাধিক ইস্যুতে এদিন বিক্ষোভ মিছিল করেন পার্শ্বশিক্ষকেরা। ঘটনাস্থলে নামানো হয় ব়্যাফ, কমব্যাট ফোর্স। দুপুর ১২টার কিছু পরে শিক্ষকদের নবান্ন অভিযান শুরু হয়। প্রথম থেকেই কড়া অবস্থান নেন পুলিশকর্মীরা। পুলিশি বাধার মুখে কিছুটা থমকে যায় আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও পুলিশি বাধা হালকা না হওয়ার জেরে শুরু হয় ধস্তাধস্তি। অনুমতি থাকা স্বত্ত্বেও রানী রাসমনি রোডের দিকে এগোতে দেওয়া হয়নি পার্শ্বশিক্ষকদের মিছিল। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন প্রতিবাদকারীরা। অন্যদিকে, বিধানসভায় বাজেট অধিবেশন চলার জন্য ১৪৪ ধারা জারি থাকায় আন্দোলনকারীদের এগোতে দেওয়া হয়নি।