Pantaloons: একসঙ্গে মিলে জাতীয় সংগীত গেয়েছিলেন, সেই কারণে সাসপেন্ড হলেন প্যান্টালুনসের ২৫ জন কর্মী
ফাইল ফোটো

কলকাতা, ৩০ জানুয়ারি: একসঙ্গে মিলে জাতীয় সংগীত (National Anthem) গাওয়ার কারণে ২৫ কর্মীকে সাসপেন্ড করার অভিযোগ পোশাক সংস্থা প্যান্টালুনসের (Pantaloons Fashion & Retail) বিরুদ্ধে। ভাতের অগ্রনী পোশাক চেইনগুলির অন্যতম প্যান্টালুনস ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড। আর সেই সংস্থা নাকি জাতীয় সংগীত গাওয়ার কারণে কর্মীদের সাসপেন্ড করেছে। প্রতিবাদে ৬ দিন ধরে ধরনায় বসেছেন কর্মীরা।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োা ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, সংস্থার একটি শোরুমে ধরনায় বসেছেন কর্মীরা। এক কর্মী জানান, জাতীয় সংগীত গাওয়ার পর থেকেই একের পর এক কর্মীকে সাসপেন্ড করা হচ্ছে। আরও পড়ুন: Derek O'Brien: আম আদমি পার্টির সদস্য রাঘব চাড্ডার হয়ে ভোট চাইলেন তৃণমূল রাজ্যসভা সাংসদ ডেরেক ও' ব্রায়েন

এদিকে সোশাল মিডিয়ায় সাসপেন্ড সংক্রান্ত ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দিতে শুরু করে নেটিজেনরা। সংস্থাটিকে বয়কট করারও দাবি তোলেন অনেক নেটিজেন।