২০১৮-র চেয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে অনেক বেশী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজ্যের বিরোধীরা। এবার পঞ্চায়েত ভোটের জেলা পরিষদে ৯৯ শতাংশ আসনে ভোট হচ্ছে। যেখানে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে ২৫ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল তৃণমূল। গতবার যেখানে পঞ্চায়েতের জেলা পরিষদে ১/৪ ভাগ আসনে তৃণমূল ভোটের আগেই জিতে গিয়েছিল, সেখানে এবার মাত্র ১ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে।
এবার সেখানে পঞ্চায়েতে উত্তর ২৪ পরগণার ৩টি, দক্ষিণ ২৪ পরগণার ৪টি, আর উত্তর দিনাজপুরের ৩টি- মানে সব মিলিয়ে রাজ্যে জেলা পরিষদের দশটি আসনে বাদ দিলে বাকি জায়গায় ভোট হচ্ছে। জেলা পরিষদের ৯২৮টি-র মধ্যে ১০টি-তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন প্রার্থীরা। জেলা পরিষদে যে সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে, সেখানে বিরোধীদের দুর্বল সংগঠনই অনেকাংশে দায়ী।
জেলা পরিষদে তৃণমূল ১০০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। সেখানে বিজেপি ৯৭ শতাংশ, বামেরা ৯৬ শতাংশ, কংগ্রেস ৭১ শতাংশ ও আইএসএফ ৪ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে।
দেখুন এবার পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে কে কত আসনে প্রার্থী দিল
FINAL CANDIDATURE REPORT: ZILA PARISHAD
In 2018 Elections, 25% of the Zila Parishad seats were Uncontested. This time, the number has come down to 1%. pic.twitter.com/Dc8SwyipAO
— The Enigmous (@_TheEnigmous) June 20, 2023
জেলা পরিষদে ৯২৮টি-র মধ্যে তৃণমূল প্রার্থী দিয়েছে ৯২৮টি-তে, বিজেপি ৮৯৬, বামফ্রন্ট (সিপিএম, সিপিআই, ফব) ৮৮৬, কংগ্রেস ৬৫৭ ও আইএসএফ দিয়েছে ৩৮টি আসনে প্রার্থী। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে জেলা পরিষদের সব আসনে লড়ছে বিজেপি। তবে বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদে জেলা পরিষদের সব আসনে লড়তে পারছে না বিজেপি।
বামেরা পূর্ব মেদিনীপুরে একটি, বীরভূমে চারটি জেলা পরিষদের আসনে লড়ছে না। জেলা পরিষদে বিজেপি-র থেকে মুর্শিদাবাদে একটি, দক্ষিণ ২৪ পরগণায় পাঁচটি বেশী আসনে লড়ছে বামেরা। বিজেপি, বামেদের চেয়ে জেলা পরিষদে একমাত্র মুর্শিদাবাদেই বেশী আসনে লড়ছে।