পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে আবারও ঝরল রক্ত। আরও একবার রক্তাক্ত হল গ্রাম বাংলার মাটি। নির্বাচনে আর বাকি মাত্র ৬ দিন। এরই মাঝে খুন হলেন যুব তৃণমূলের এক কর্মী। বাসন্তীতে (Basanti) তৃণমূল কংগ্রেসের কর্মীকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম জিয়ারুল মোল্লা। বয়স ৪০। শনিবার রাতে কে বা কারা যেন তাঁকে গুলি করে পালিয়ে যান। গুলির বিকট আওয়াজ এবং জিয়ারুলের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এসে দেখেন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মাটিয়ে পরে রয়েছেন তৃণমূল কর্মী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে আহতকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসকরা জিয়ারুলকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ফ্রান্সে দাঙ্গাবাজরা এবার আগুন লাগাল বহুতল আবাসনে, আটকে বহু বাসিন্দা, দেখুন ভিডিয়ো
তৃণমূল (TMC) কর্মীর খুনের ঘটনায় আলোড়ন ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া। জিয়ারুলের পরিবার জানায়, শনিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে ক্যানিংয়ের (Canning) ফুলমালঞ্চ এলাকায় তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে কেউ গুলি চালায়। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে সেখানেই মৃত্যু হয়েছে যুব তৃণমূলের কর্মীর।
মৃত জিয়ারুলের পরিবারের দাবি, গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি। জিয়ারুলের ছেলের কথায়, বাবা দীর্ঘ দিন ধরেই যুব তৃণমূল করছেন। সেই কারণে রাজনৈতিক শত্রুর অভাব ছিল না তাঁর। দলের অন্য গোষ্ঠীর সদস্যরা তাঁকে বহুবার হুমকিও দিয়েছে। বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি আসত। বাবাকে অন্য গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হত। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে মৃতের ছেলে।