Mamata Banerjee (Photo Credit: ANI/X)

কলকাতা, ৬ মে: ভারতের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের  (Jhantu ali Sheikh) পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ধন্টু আলি শেখের পরিবারের পাশে রাজ্য সরকার সব সময় রয়েছে। দেশের জন্য প্রাণ দিয়েছেন ঝন্টু। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। সেই সঙ্গে পরিবারের একজনকে পুলিশ লাইনে চাকরি দেবে রাজ্য সরকার। মঙ্গলবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসবের পাশাপাশি মুর্শিদাবাদের সংঘর্ষ-পীড়িত ধুলিয়ানে যান মুখ্যমন্ত্রী। ধুলিয়ানে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে, তাঁদের প্রত্যেককে ১.২০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ২৮০টি পরিবার ধুলিয়ানে গোষ্ঠী সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে, তাঁদের প্রত্যেকে আর্থিক ক্ষতিপূর্ণ রাজ্য সরকার দেবে বলে মুখ্যমন্ত্রী।

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...

 

প্রসঙ্গত মুর্শিদাবাদের সংঘর্ষ-পীড়িত এলাকায় মঙ্গলবার যান মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের ধুলিয়ানে সংঘর্ষ-পীড়িত এলাকায় গিয়ে সেখানকার ৪০০ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।