রাজ্যজুড়ে আলু, পেঁয়াজসহ একাধিক সবজির (Vegetable) দাম উর্ধ্বমুখী। সবজি বাজারে গেলেই অগ্নিমূল্যের কারণে ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টাস্ক ফোর্সকে দাম কমানোর নির্দেশ দিলেও এখনও তা কার্যকর হয়নি। আর এই নিয়েই এবার প্রতিবাদে নেমেছে রাজ্য বিজেপি। শুক্রবার সবজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা ওয়াকআউট করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বাকি বিজেপি (BJP) বিধায়করা। সেই সঙ্গে বিধানসভার সামনে প্রতিবাদে করেন তাঁরা। রাস্তায় নেমে তাঁরা কার্যত ৩৫-৪০ টাকা কেজির আলু ১০ টাকায় বিক্রি করেন।

বিজেপির এই অভিনব প্রতিবাদ দেখে কার্যত ভিড় জমান আমজনতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, রাজ্যে প্রতিদিন সবজির দাম বেড়ে চলেছে। সাধারণ মানুষরা তাহলে খাবে কী? এদিন এই প্রতিবাদের আগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব পেশ করেন বিজেপি বিধায়করা। তারপরেই অধিবেশ ওয়াক আউট করে বেরিয়ে আসেন তাঁরা। এই নিয়ে শুক্রবার তুমুল হট্টোগোল হয় বিধানসভা চত্বর। গলায় মূল্যবৃদ্ধির প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধানসভার সামনে বিক্ষোভ দেখান তাঁরা।

এই প্রসঙ্গে অবশ্য তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, জনতার নজর কাড়তে এই ধরণের ভিত্তিহীন প্রতিবাদ করছে। এসব করে প্রচারে আসা যাবে না। কারণ সবজির দাম বৃদ্ধি হওয়ার পরেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।