Omicron (Photo Credit: Twitter)

কলকাতা, ২৫ ডিসেম্বর: কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Kolkata Medical College And Hospital) এক জুনিয়র ডাক্তার ওমিক্রনে (Omicron) আক্রান্ত হলেন। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়ছে, আক্রান্ত জুনিয়র ডাক্তার মেডিকেল কলেজের হস্টেলেই থাকেন। কয়েক দিন আগে তাঁর জ্বর আসে। তখন কোভিড পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তার পরই ওই চিকিৎসকের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে জানা যায় চিকিৎসক ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত।

সূত্রের খবর, জুনিয়র ডাক্তারের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। ফলে, তিনি করানার নতুন প্রজাতিতে কী করে আক্রান্ত হলেন, তা এখনও অস্পষ্ট। জুনিয়র ডাক্তারের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার কাজ চলছে। শনাক্ত হলেই তাঁদেরও টেস্ট করা হবে।

আরও পড়ুন: Omicron Scare: ওমিক্রনের বাড়বাড়ন্তে ১০টি রাজ্যে মাল্টি-ডিসিপ্লিনারি দল পাঠাচ্ছে কেন্দ্র

রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রনে পাঁচজন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন সুস্থ হয়েছেন। বাকি চারজন কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।