করোনা ভাইরাস (Photo Credits: IANS)

কলকাতা, ১ এপ্রিল: রাজ্যে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৷ বেলঘরিয়ার জেনিথ হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। , গত ২৩ মার্চ প্রবল শ্বাসকষ্ট, জ্বর নিয়ে ৫৭ বছর বয়সী ওই পৌঢ়কে ভর্তি করা হয় বেলঘড়িয়ার হাসপাতালে। ২৬ তারিখ থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। ৩০ মার্চ তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয় নাইসেডে। রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।

স্বাস্থ্যভবন সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে মোট ২৯ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। সাতজন ভেন্টিলেশন আছেন। বাড়ি ফিরেছেন তিনজন। আর নতুন ১০ আক্রান্তের তালিকায় রয়েছেন আলিপুরের চিকিৎসকের ছেলে, মেয়ে এবং স্ত্রী।  এই তিনজনের শরীরে মিলেছে করোনাভাইরাসের সংক্রমণ। এছাড়াও শ্রীরামপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ২ ব্যক্তির শরীরে মিলেছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। এগরার এক বাসিন্দার শরীরে ওই সংক্রমণ মিলেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির শরীরে মিলেছে সংক্রমণ। আরও পড়ুন: Coronavirus Outbreak: চিন্তা বাড়িয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭, মৃত ৫

পাশাপাশি দমদম আইএলএস হাসপাতালে ইতালির মিলান ফেরত এক প্রৌঢ়ার শরীরে মিলেছে সংক্রমণ। যার মধ্যে এদিন সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে। ৫২ বছরের এক রোগী হাওড়ার গোলাবাড়ি আইএলএস হাসপাতালে মারা যান। অন্যদিকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ৬২ বছরের এক ব্যক্তির।