তিনদিনের মধ্যে বেলেঘাটায় (Beleghata) যুবক খুনের ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার মৃত রোহন মণ্ডলের দাদা অভিজিৎ মণ্ডল। বৃহস্পতিবার সবজি কাটার ছুরি দিয়ে নিজের ভাইকে খুন করেছে সে। খুনের কারণ হিসেবে উঠেছে আসছে সম্পত্তির লোভ। জেরার মুখে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত। ঘটনার পর হতবাক পরিবার পরিজনেরা। যদিও এই ঘটনায় অভিজিতকে আরও কেউ মদত করেছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
সম্পত্তির লোভে ভাইকে খুন
সূত্রের খবর, এদিন রোহনের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিজিৎ। সেই সময়ই ফ্ল্যাট নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়। আর তখন সামনে থাকা সবজি কাটার ছুরি দিয়ে রোহনের পিঠে আঘাত করে। তাতেই মৃত্যু হয় তাঁর। এরপর ফ্ল্যাট থেকে বেরিয়ে ছুরিটি ড্রেনে ফেলে দেয় অভিজিৎ।
অভিযোগ স্বীকার করেন অভিজিৎ
ঘটনার পর মৃতের পরিবার আত্মহত্যার দাবি করলেও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ খুনের মামলা রুজু করে। এমনকী সন্দেহে তালিকায় প্রথমেই ছিল রোহনের স্ত্রীর নাম। তবে পরিবারে বাকি সদস্যদের জেরা করার পর অভিজিতই খুনের অভিযোগ স্বীকার করে নেন।