![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/rg-kar-mother.jpg?width=380&height=214)
কলকাতাঃ আজ ৯ ফেব্রুয়ারি, আরজি কর (RG Kar Case) নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। মেয়ের জন্মদিনে (Birthday)বিচার চেয়ে আজ ফের পথে নির্যাতিতার পরিবার। অন্যদিকে তরুণী চিকিৎসকের জন্মদিন উপলক্ষে ঘোলার পার্থপুরে উদ্বোধন করা হল অভয়া ক্লিনিক। উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা-মা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণী চিকিৎসকের মা বলেন, "এই ৯ তারিখই আমাদের ঘর আলো করে এসেছিল ও। আর গত ৯ অগস্ট সব শেষ হয়ে গিয়েছে। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে আমাদের স্বপ্ন। ও ভাল চিকিৎসক ছিল, গরীবদের সেবা করত। এখন ওর নামেই আমাদের মানুষ চিনবে। আমরা ওর বাবা-মা হিসেবে গর্ববোধ করি।"
আরজি কর কাণদে নির্যাতিতার জন্মদিনে উদ্বোধন করা হল বিশেষ ক্লিনিক
প্রসঙ্গত, আজ বেঁচে থাকলে ৩২-এ পা দিতেন তরুণী চিকিৎসক। প্রতি বছরের হয়তো এ বারও মেয়ের জন্মদিনে সেজে উঠত গোটা বাড়ি। তবে সে সব এখন শুধুই স্মৃতি। বিশেষ দিনে তাই মেয়ের স্মৃতি আগে শুধুই কেঁদে চলেছেন সন্তানহারা বাবা-মা। মেয়ের জন্য আর রাঁধা হবে না জন্মদিনের পায়েস! একরাশ আক্ষেপ, বেদনায় ফেটে যাচ্ছে মায়ের বুক। অন্যদিকে, বিচার চেয়ে আজ পথে নামার ডাক দিয়েছে অভয়া মঞ্চ। নির্যাতিতার বিচারের দাবিতে মিছিলে হাঁটবে শহরবাসী। এই মিছিলে পা মেলাবে নির্যাতিতার পরিবারও।
ঘোলায় উদ্বোধন 'অভয়া ক্লিনিক'
North 24 Parganas, West Bengal: On RG Kar rape-murder victim's birth anniversary, Avaya Clinic was inaugurated at Parthapur in Ghola. The victim's parents were present at the opening ceremony
Victim's mother says, "Just as February 9th illuminated our house, similarly, how many… pic.twitter.com/x7WW64ATZU
— IANS (@ians_india) February 9, 2025