বেলঘরিয়া, ২৯ মার্চ: মারা গেলেন নিমতায় (Nimta) আক্রান্ত বিজেপি কর্মীর (BJP Worker's Mother) ৮৫ বছরের মা। সোমবার ভোররাতে বাড়িতেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। বেশ কিছুদিন বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি ছিলেন অশীতিপর বৃদ্ধা। তিনদিন আগে বাড়িতে ফেরেন অসুস্থ বৃদ্ধা। গত ২৬ ফেব্রুয়ারি, রাতে নিমতায় বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর থেকেই এ ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপাউতোর। আজ সকালে তাঁর বাড়িতে যান উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বিজেপি কর্মী গোপাল মজুমদার অভিযোগ করেছিলেন, তিনজন তৃণমূলকর্মী সেদিন রাতে তাঁদের বাড়িতে ঢুকে পড়েন। প্রথমে তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে শাসকদলের কর্মীরা। তাঁর মা বাধা দিতে এলে তাঁকে মারধর করা হয়। ওই ঘটনার জেরেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। এ প্রসঙ্গে আজ তৃণমূল সাংসদ সৌগত রায় প্রতিক্রিয়া দিয়ে জানান, বৃদ্ধা অসুস্থ ছিলেন, এর পিছনে কোনও রাজনৈতিক যোগ নেই। আরও পড়ুন, 'প্রথমায় ৩০ আসনই দখল করবে বিজেপি' : শুভেন্দু
এ ঘটনায় গত ৫ মার্চ ব্যারাকপুর আদালতে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ব্যারাকপুর সিটি পুলিশ। অভিযুক্তরা সকলেই আদালতে আত্মসমর্পণ করে বলে জানা যায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও নিজেকে বৃদ্ধার নাতি হিসেবে দাবি করা গোবিন্দ মজুমদার নামে এক ব্যক্তি বলেন, ‘দিদার উপরে হামলা করা হয়নি। তিনি তিন বছর ধরে শয্যাশায়ী।’