North Bengal Flood: উত্তরবঙ্গে ভয়াবহ বন্য়া পরিস্থিতি দেখতে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু (MP Khagen Murmu) ও বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। নাগরাকোটায় পাথরের আঘাতে বিজেপি উত্তর মালদার সাংসদ ও শিলিগুড়ির বিধায়কদের ওপর হামলা হয়। এই ঘটনার নিন্দাপ্রকাশ করে এক্স প্ল্যাটফর্মে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এক্স প্ল্য়াটফর্মে প্রধানমন্ত্রী মোদী তার দলের সাংসদ-বিধায়কদের ওপর হামলার ঘটনায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ি করলেন। টুইটে প্রধানমন্ত্রী লিখলেন,"পশ্চিমবঙ্গে বন্য়া ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে থাকতে আমাদের দলের সহকর্মীরা যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়ক আক্রান্ত হয়েছেন। এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক। এটা তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।"
তৃণমূলকে সরাসরি কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী মোদী
এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদী এরপর লেখেন,"আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।" নাগরাকাটা বন্যা পরিদর্শনে গিয়ে মারধরের বিজেপি সাংসদ, বিধায়কদের ওপর হামলার ঘটনায় রাজ্য সরকারকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভা দলনেতার দাবি,"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উস্কানিতে এই হামলা হয়েছে। মুখ্যমন্ত্রী এখন আতঙ্ক গ্রাস করছে বলেও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক দাবি।
দেখুন প্রধানমন্ত্রী মোদী এই ইস্যুতে কী বললেন
যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।
আমার…
— Narendra Modi (@narendramodi) October 6, 2025
দেখুন উত্তরবঙ্গের বন্য়া পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
When the people of Bengal are in distress, I feel their suffering as my own. The recent heavy rainfall and landslides have caused severe flooding across North Bengal, leading to the tragic loss of lives, livelihoods, and property. Dhupguri, Nagrakata, large parts of Jalpaiguri… pic.twitter.com/ND4dQzm2Ym
— Mamata Banerjee (@MamataOfficial) October 6, 2025
উত্তরবঙ্গে পৌঁছে একতার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
এদিকে উত্তরবঙ্গে পৌঁছে বন্যার এই ঘটনার মাঝে কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নাগরাকাটায় দুর্যোগ কবলিত এলাকায় বিজেপি নেতাদের উপর হামলার পরেই উত্তরবঙ্গে পৌঁছে একতার বার্তা' দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিকে, নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কদের ওপর হামলার ঘটনার নিন্দা করেছে রাজ্যের শাসক দল। তবে উত্তরবঙ্গের মানুষ বন্য়ার মাঝে বিজেপি নেতাদের আচরণ ও ভূমিকায় ক্ষুব্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।