Log Swept In Torsa River Water (Photo Credit: X/Screengrab)

শিলিগুড়ি, ৬ অক্টোবর: এক নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Flood)। দার্জিলিং (Darjeeling), মিরিক (Mirik)-সহ সিকিম বিপর্যস্ত হয়ে পড়তে শুরু করেছে বন্যা এবং ধসের জেরে। উত্তরবঙ্গ যখন লণ্ডভণ্ড হতে শুরু করেছে বন্যার জেরে, সেই সময় একটি ভয়াবহ ছবি সামনে এল। যেখানে তোর্সা নদীতে কাঠ ভেসে আসতে দেখা যায়। কোচবিহার (Cooch Behar) থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে তোর্সা নদীর (Torsa River) জলে শয়ে শয়ে কাঠের গুড়ি ভাসতে শুরু করে।

খরস্রোতা তোর্সা নদীর স্রোতে যেভাবে কোচবিহারে কাঠের গুড়ি ভেসে আসতে দেখা যায়, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বহু মানুষ ভয়, ডর উপেক্ষা করে জল থেকে সেই কাঠের গুড়ি তোলার চেষ্টা করছেন। এত কাঠের গুড়ি কীভাবে তোর্সা নদীর জলের সঙ্গে ভেসে আসতে শুরু করে, তার উত্তর অনেকেরই অজানা। তবে এটি যে কোনও দক্ষিণী সিনেমা 'পুষ্পার' নয়, তা স্পষ্ট করেই কাঠের গুড়ি ভেসে আসতে শুরু করে তোর্সার জলে।

আরও পড়ুন: North Bengal Flood Video: বন্যা, ধসে ভেঙে পড়ছে উত্তরবঙ্গ, তোর্সার স্রোতের সঙ্গে লড়ে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা গন্ডারের, দেখুন ভিডিয়ো

একটানা বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। তার জেরেই কয়েক কোটি টাকার গাছ নষ্ট হয়েছে। আর সেই গাছের গুড়িই ক্রমাগত তোর্সা নদীর জলের স্রোতের জেরে ভেসে আসতে শুরু করেছে বলে প্রশাসনের প্রাথমিক অনুমান।

দেখুন সেই ভিডিয়ো যেখানে কাঠ ভেসে আসতে শুরু করে তোর্সার জলে...

 

গত কয়েকদিন ধরে পাহাড়ে প্রবল বৃষ্টি এবং বন্যার দাপটে যখন পরিস্থিতি খারাপ হচ্ছে, সেই সময় ভয়ে কাঁপছেন ডুয়ার্সের মানুষজনও। অন্যদিকে ভুটান থেকে অতিরিক্ত জল এলে, ডুয়ার্সের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে অনুমান। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের পরিস্থিতি সবচেেয়ে খারাপ হতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান।

তবে আশার কথা, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে। আলিপুরদুয়ার ব্যাতীত এই মুহূর্তে উত্তরের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই মনে করছে হাওয়া অফিস।