Amartya Sen with CM Mamata Banerjee. (Photo Credits: Twitter/@ShabanaANI2)

নরেন্দ্র মোদীর ঘুরিয়ে সমালোচনা করে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। ক'দিন আগেই মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে সার্টিফিকেট দিয়েছিলেন অর্মত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদের সার্টিফিকেট পেয়ে জাতীয় সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় এসেছেন দিদি। বিজেপি- তীব্র সমালোচনার পরেও পিছু হটেননি দুনিয়ার অন্যতম সেরা অর্থনীতিবিদ অর্মত্য়। এরই মধ্য়ে আজ দু জনের দেখা।

সোজা একেবারে অর্মত্য সেনের বাড়িতে হালিনে হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রতীচীতে নোবেলজয়ীর বাড়িতে বসে বিশ্বভারতীর জমি অধিগ্রহণ বিতর্কের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে বাড়ির জমির মাপজোঁক সংক্রান্ত কাগজপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। প্রতীচীতে বসেই অমর্ত্য সেনকে জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা দেওয়ার কথাও ঘোষণা করেন দিদি। পাশাপাশি অমর্ত্য সেনের নিরাপত্তায় বাড়ির বাইরে ক্যাম্প করার কথাও বলেন তিনি। আরও পড়ুন-নিউ গড়িয়া-রুবি মেট্রো রুটে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে, দেখুন ভিডিয়ো

জমির নথি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, বিশ্বভারতীর দাবি ভুল। তোপ দাগেন, এভাবে মানুষকে অপমান করা যায় না। মমতা প্রতীচীতে আসার পর তাঁকে চায়ের অনুরোধ করেন অর্মরত্য সেন। প্রতীচীতে মমতাকে সিঙারা, চা, বিস্কুট খেতে দেওয়া হয়। অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়েও আলোচনা করেন মমতা।