বোলপুর: বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের (Visva-Bharati University authorities) উচ্ছেদ নোটিসের (eviction notice) বিরুদ্ধে শেষ পর্যন্ত বীরভূমের (Birbhum) সিউড়ির (Suri) জেলা আদালতে (district court) মামলা দায়ের করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Nobel laureate economist Amartya Sen)। বেশ কিছুদিন ধরেই ১৩ ডেসিমেল জমি (13 decimals of land) নিয়ে ঝামেলা চলছিল অমর্ত্য সেনের সঙ্গে বিশ্ব ভারতী কর্তৃপক্ষের।
এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (West Bengal Chief Minister Mamata Banerjee)। তারপরও নিজেদের অবস্থান থেকে একচুল নড়েনি বিশ্ব ভারতী কর্তৃপক্ষ। নোবেলজয়ী অমর্ত্য সেনকে সম্প্রতি উচ্ছেদের নোটিস পাঠায় তারা। সেই নোটিসের বিরোধিতা করে বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করলেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ।
কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি করে, শান্তিনিকেতনের থাকা অমর্ত্য সেনের বাসভবনের মধ্যে রয়েছে বিশ্বভারতীর জমি। বিষয়টি নিয়ে অনেক টাল-বাহানার দিন কয়েক আগেই তাঁকে উচ্ছেদ নোটিস পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই নোটিসে বলা হয়েছিল, ১৫ দিনের অর্থাৎ ৬ মে-র মধ্যে বিশ্ব ভারতীর জমি খালি করতে হবে। তার বিরুদ্ধেই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেনের আইনজীবীরা। আগামী ১৫ মে এই মামলার পরবর্তী শুনানি আছে। আরও পড়ুন: Abhijit Gangopadhyay: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর সুপ্রিম নির্দেশ
Nobel laureate economist #AmartyaSen has approached a district court in Birbhum district of West Bengal against the eviction notice issued by the Visva-Bharati University authorities in the ongoing dispute over 13 decimals of land.
Photo: File pic.twitter.com/18UQ32wMRk
— IANS (@ians_india) April 28, 2023