কলকাতা, ২ জুন: লকডাউনের সময় দু:স্থদের জন্য অন্ন সংস্থানের ব্যবস্থা করেছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ড. সুকান্ত মজুমদার। কিন্তু ত্রাণ বিলি করতে গিয়ে সুকান্ত মজুমদার-সহ বিরোধী দলের আরও অনেকেই সমস্যার সম্মুখীন হন। অভিযোগ, গত ২৩ এপ্রিল বালুরঘাটের প্রত্যন্ত গ্রামে ত্রাণ পৌঁছে দেওয়ার সময় আটকে দেয় প্রশাসন। এমনকী, তাঁকে হোম কোয়ারেন্টাইনেরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুকান্ত মজুমদার।
হাইকোর্টে দায়ের মামলার রায়ে জানানো হয়, ড. সুকান্ত মজুমদার করোনাভাইরাসের নির্দেশিকা ত্রাণ বিলি করতে পারবেন। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এই রায় দেয়। সাংসদ ড. সুকান্ত মজুমদারের হয়ে এই মামলা লড়েন আইনজীবী অরিজিৎ বক্সি। রায় অনুযায়ী, ড. সুকান্ত মজুমদার করোনাভাইরাসের নীতি নির্দেশিকা মেনে নিজের সংসদীয় এলাকায় ত্রাণ বিলি করতে পারবেন।
একইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে সুকান্তবাবু বলেন, বিচারব্যবস্থার জন্যই রাজ্যে গণতন্ত্র টিকে রয়েছে। লকডাউনের সময় সকল গরিব মানুষদের কাছে খাবার পৌঁছে দিতে গিয়ে প্রশাসনের তরফে বাধা পেয়েই তিনি হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন বলে জানিয়েছেন সুকান্তবাবু।