Chhat Puja 2020: রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে জারি ছট পুজোর নিষেধাজ্ঞা, বিকেলে বাড়ানো হবে পুলিশ প্রহরাও; গঙ্গাঘাটগুলিতেও কড়া প্রহরা

রবীন্দ্র সরোবরে করা যাবে না ছট পুজো। সুভাষ সরোবরেও রয়েছে নিষেধাজ্ঞা। কেএমডিএর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। বহাল থাকল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের রায়। সুভাষ সরোবরেও এই নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের। রবীন্দ্র সরোবরে গেটের বাইরে রয়েছে কলকাতা পুলিশের কড়া প্রহরা। শহরে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। পুণ্যার্থীরা মাত্র দু'জন করে গঙ্গার ঘাটগুলিতে প্রবেশ করতে পারবেন। বাঁজা কদমতলা ঘাট ও সংলগ্ন ঘাটগুলিতে প্রশাসনের কর্মীরা ঘাট পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। বিকেল থেকে পুলিশ বাহিনীর প্রহরা আরও জোরদার হবে।

পশ্চিমবঙ্গ Madhurima Dev|
Chhat Puja 2020: রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে জারি ছট পুজোর নিষেধাজ্ঞা, বিকেলে বাড়ানো হবে পুলিশ প্রহরাও; গঙ্গাঘাটগুলিতেও কড়া প্রহরা
ছটপুজো (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ২০ নভেম্বর: রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar)করা যাবে না ছট পুজো (Chhath Puja 2020)। সুভাষ সরোবরেও রয়েছে নিষেধাজ্ঞা। কেএমডিএর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বহাল থাকল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের রায়। সুভাষ সরোবরেও এই নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের। রবীন্দ্র সরোবরে গেটের বাইরে রয়েছে কলকাতা পুলিশের কড়া প্রহরা। শহরে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। পুণ্যার্থীরা মাত্র দু'জন করে গঙ্গার ঘাটগুলিতে প্রবেশ করতে পারবেন। বাঁজা কদমতলা ঘাট ও সংলগ্ন ঘাটগুলিতে প্রশাসনের কর্মীরা ঘাট পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। বিকেল থেকে পুলিশ বাহিনীর প্রহরা আরও জোরদার হবে।

ঢাকুরিয়ায় একটি কৃত্রিম পুকুর বানানো হয়েছে। রবীন্দ্র সরোবর বন্ধ থাকার কারণে এই ব্যবস্থা। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন পুণ্যার্থীরা। সচেতনতা দেখা যাচ্ছে পুণ্যার্থীদের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, নদী, জলাশয়ে নয় এবার কৃত্রিম জলাশয়ে পুজো করা হোক। প্রশাসনের তরফে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। আরও পড়ুন, রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না, কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

১০ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছিল, সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবর ছটপুজো উদযাপন করা যাবে না। সুপ্রিম কোর্ট নতুন করে আদেশ দেয়নি এবং তারা বলেছে যে কলকাতা হাইকোর্টে রায়ে তাদের যোগ করার কিছুই নেই। তবে শুধুমাত্র ছটপুজো নয়, গ্রিন ট্রাইব্যুনাল সরোবর প্রাঙ্গনে সব ধরণের পুজো, পিকনিক এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ দূষণমুক্ত রাখতে।

রবীন্দ্র সরোবর, স্থানীয়দের কাছে লেক নামে পরিচিত, এখানে ৩ প্রজাতির কচ্ছপ, ৩০ প্রজাতির ফড়িং এবং সাপ, ৬০ প্রজাতির প্রজাপতি এবং বিভিন্ন ধরণের পাখি রয়েছে।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change