রামপুরহাট, ২৩ মার্চ: তৃণমূল নেতা ভাদু শেখের খুনের ঘটনায় উত্তাল বীরভূমের রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই গ্রাম। গতকালই ৮ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে জানা গেছে , জীবন্ত দগ্ধদের তালিকায় রয়েছেন নানুরের নববিবাহিত যুবক কাজি সাজিদুল রহমান। গত ১৮ জানুয়ারি বগটুইয়ের মর্জিনা বিবির সঙ্গে তাঁর বিয়ে হয়। গত সোমবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন সাজিদুল। আচমকাই সেখান থেকে তাঁর ফোন আসে বন্ধুদের কাছে। আতঙ্কিত স্বরে তিনি বলেন, “আমাদের বাঁচা।” গ্রামে পুলিশ আনতেও বলেছিলেন ওই যুবক। তারপর ফোন কেটে যায়। এরপর বন্ধুরা বারবার চেষ্টা করেও আর সাজিদুলের ফোন পাননি।
পরে রামপুরহাট কাণ্ডের কথা জানতে পেরে সাজিদুলের বাবা কাজি নুরুল জামাল বলেন, তাঁর ছেলে বউমাকে পুড়িয়ে মারা হয়েছে। কেন না ওই ফোন আসার পর থেকে সাজিদুল বা মর্জিনার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।