Photo Credits: ANI

নতুন দিল্লি, ৯ জুন: ক'মাস আগে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রশ্নের বিনিময়ে অর্থ কাণ্ডে মহুয়া মৈত্র (Mahua Moitra)-কে সংসদ থেকে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ ওম বিড়লা। তখন মহুয়া চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, জনতার আশীর্বাদ নিয়ে তিনি আবার সংসদে পিরে আসবে। সেই সময় মহুয়ার কাজটা অনেকটাই কঠিন দেখাচ্ছিল। একদিকে, সংসদ থেকে বহিষ্কার, সঙ্গে আবার ইডি, সিবিআইয়ের তলবের চাপ। নিজের কেন্দ্রে দলের নিচুতলার একটা অংশে তাঁকে নিয়ে অসন্তোষও ছিল বলে খবর। তাই অনেকেই ধরে নিয়েছিলেন সংসদে মোদী সরকারের বিরুদ্ধে ঝড় তোলা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র-র রাজনৈতিক কেরিয়ার হয়তো শেষ হতে চলেছে।

কিন্তু তাঁর কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসে পাশে দাঁড়ান। অনেক বিরোধিতা হলেও মহুয়ার প্রতি আস্থা রেখে তাঁকে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী করেন দিদি। এদিকে, কোণঠাসা মহুয়াকে হারাতে মরিয়া বিজেপি এলাকায় রাজমাতা হিসেবে পরিচিত অমৃতা রায়-কে দাঁড় করায়। কিন্তু অনেক প্রতিবন্ধকতা জয় করে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি-র অমৃতা রায়-কে ৫৬ হাজার ৭০৫ ভোটে হারিয়ে টানা দু'বার সাংসদ নির্বাচিত হন মহুয়া। আরও পড়ুন-এনডিএ মন্ত্রিসভায় কারা থাকছেন, কারা বাদ পড়তে পারেন

দেখুন ভিডিয়ো

জয়ের পর এদিন দিল্লিতে পৌঁছে সংসদ ভবন থেকে সাংসদের কার্ড সংগ্রহ করতে যান কৃষ্ণনগরে জয়ী মহুয়া মৈত্র। যে সংসদ ভবন থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল, সেখানে দাঁড়িয়েই ভিকট্রি ল্যাপ দেখালেন মহুয়া। সংসদ অধিবেশন শুরু হলে মোদী বিরোধিতার জোরালো কণ্ঠ হিসেবে মহুয়া-র দিকে আলাদা নজর থাকবে।