Sandeshkhali Video: 'রাষ্ট্রপতির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিলেন? তাহলে আমরা কারা?' সন্দেশখালির নয়া ভিডিয়োয় প্রশ্ন বিজেপি প্রার্থী রেখা পাত্রের
Sandeshkhali Women Rekha Patra, Mampi Das (Photo Credit: Twitter/Screen Grab)

কলকাতা, ৯ মে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কে বা কারা দেখা করতে গিয়েছিলেন? সন্দেশখালির (Sandeshkhali)  একটি নয়া ভাইরাল ভিডিয়োতে এবার এমনই দাবি করতে দেখা যায় বিজেপি প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাঁদের নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের পরিচয় নিয়ে ভাইরাল ভিডিয়োতে সংশয় প্রকাশ করতে দেখা যায় রেখা পাত্রকে। নতুন এই ভাইরাল ভিডিয়োতে রেখা পাত্রের সঙ্গে মাম্পি দাস নামে আরও এক মহিলাকে দেখা যায়। যাঁদের প্রশ্ন,  'রাষ্ট্রপতির কাছে কয়েকজন নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা PM স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে রাষ্ট্রপতি ম্যাডামের সঙ্গে যাঁরা সাক্ষাৎ করলেন, তাঁরা কারা?'

আরও পড়ুন: Sandeshkhali Case: ধর্ষণের অভিযোগ প্রত্যাহার, ‘বিজেপি আমাকে জোর করে সাদা কাগজে সই করতে বাধ্য করে…’

ওই মহিলাদের আরও দাবি, তাঁরা শুনেছেন অনুপ দাস বেশ কয়েকজনকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে নিয়ে যান। এই অনুপ দাস জেলবন্দি শিবু হাজরার কাছ থেকে মাসে ১০ হাজার টাকা করে নিতেন বলে অভিযোগ করেন এই ভিডিয়োতে প্রকাশিত মহিলারা।

দেখুন সেই ভিডিয়ো...

 

(এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)

রেখা পাত্র, মাম্পি দাসদের কথায়, 'আমরা সন্দেশখালিতেই রয়েছি। তাহলে আমাদের মুখ হয়ে কারা রাষ্ট্রপতির কাছে গিয়েছেন, সে বিষয়ে আমাদের জানতে হবে। অনুপ দাস নির্যাতিতা সাজিয়ে রাষ্ট্রপতির সঙ্গে অন্য মহিলাদের দেখা করাতে নিয়ে গিয়েছেন' বলে আশঙ্কা প্রকাশ করেন রেখা পাত্র, মাম্পি দাসরা। অনুপ দাসদের সঙ্গে পদ্মা মণ্ডল নামে এক মহিলাও গিয়েছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। তাহলে পদ্মা মণ্ডল কি তৃণমূলের লোক বলে প্রশ্ন তোলেন রেখা, মাম্পিরা।