New Town TCS Office Campus: পশ্চিমবঙ্গের সিলিকল ভ্য়ালি হিসেবে পরিচিত নিউটাউনে টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিসের নতুন ক্য়াম্পেসের অনুমোদন দিল নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (NKDA)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটের মাধ্যমে জানান, বাংলার সিলিকন ভ্যালি নিউ টাউনে ২০ একরের বেশি জায়গা জুড়ে টিসিএসের অফিস ক্যাম্পেস হতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নিউ টাউনে তৈরি হতে তলা টিসিএস অফিস ক্য়াম্পাসে প্রথম পর্যায়ে বিশ্বমানের পরিকাঠামো থাকা ৯ লক্ষ স্কোয়ার ফুট জায়গায় ১১ তলার অফিস টাওয়ার সহ বেশ কয়েকটি অফিস হবে। যার ফলে ৫ হাজার মানুষের কর্মসংস্থান, চাকরি হবে। এরপর সেখানে দ্বিতীয় পর্য়ায়ে ১৫ লক্ষ স্কোয়ার ফুট জায়গায় আরও ২০ হাজার সরাসরি কর্মস্থান হবে।
দেখুন এই বিষয়ে কী টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
I am pleased to share that the New Town Kolkata Development Authority (NKDA) has sanctioned the Phase-I building plan for the TCS office campus at Bengal Silicon Valley, spread over 20 acres.
In this first phase, 9 lakh sq. ft. of world-class infrastructure, including an…
— Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2025
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিউ টাউনে টিসিএস-এর অফিস ক্যাম্পাসের কথা ঘোষণা করে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় লেখেন, "যাঁরা বারবার ইচ্ছাকৃতভাবে করে বাংলার বদনাম করেন এবং আমাদের অগ্রগতিকে অগ্রাহ্য করেন, তাঁদের কাছে এটা একটা বার্তা। বাংলা সত্য়িই অনেক কিছু করার ক্ষমতা রাখে। বাংলা এখন উদ্ভাবন, বিনিয়োগ ও সকলের উন্নয়নের এক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। বাংলা মানে এখন বিজনেস/ব্যবসা, আর গোটা বিশ্ব সেটা লক্ষ্য করছে।