Vineet Goyal. (Photo Credits: Twitter)

কলকাতা, ১ জানুয়ারি: কলকাতা পুলিশের (Kolkata Police)নতুন কমিশনার (New Commissioner) বিনীতকুমার গোয়েল (Vineet Kumar Goyal)। লালবাজারে সৌমেন মিত্রর থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার পর কী বার্তা দেন সেটাই ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর দায়িত্ব নেওয়ার পরই কলকাতার নাগরিকদের নতুন পুলিশ কমিশনার জানালেন, 'করোনার সময়ে গত দু'বছরে প্রায় সব কিছুই অবরুদ্ধ হয়ে পড়েছিল। দেশবাসীর সঙ্গে কলকাতাবাসীও সমস্যায় পড়েছিলেন। তাই করোনার বিধি-নিষেধ মেনে চলার ব্যাপারে সবার কাছেই আবেদন জানাচ্ছি। প্রত্যেককেই মাস্ক পরতে হবে। নিয়মিত হাত স্যানিটাইজ করতে হবে।'

তিনি জানিয়ে দেন, বিধি না মানলে প্রয়োজনে কড়া পদক্ষেপে পিছপা হবে না পুলিশ।পাশাপাশি নতুন পুলিশ কমিশনারের সংযোজন, 'সাইবার ক্রাইমের তদন্ত আরও গুরুত্ব দিয়ে দেখা হবে। সচেতনতার অভাবে অনেকেই সাইবার অপরাধীদের শিকার হচ্ছেন। সে বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।'আরও পড়ুন: Fake Raw Officer Arrested: র-অফিসার পরিচয়ে রাজ্যপাল, নির্বাচন কমিশনারকে চিঠি, কলকাতায় গ্রেফতার চিকিৎসক

অন্যদিকে, প্রায় ২ বছর পর ১৯৮৯ ব্যাচের আইপিএস রাজীব কুমারকে এ বার ডিজি পদ দেওয়া হলো। বাড়ল তাঁর গুরুত্বও। বিতর্ক পিছু না-ছাড়লেও পুলিশকর্তা রাজীবের দক্ষতা প্রশ্নাতীত। জঙ্গি দমন থেকে শুরু করে অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির সাহায্যে তিনি অনেক অপারেশনের নেতৃত্ব দিয়ে সফলতা পেয়েছেন। খাদিমকর্তা থেকে রোমা ঝাওয়ার অপহরণ, মাওবাদী গ্রেপ্তারে রাজীব কুমার পুলিশ মহলে সুনাম কুড়িয়েছেন।

আর পদোন্নতি হয়েছে বিধাননগরের সিপি সুপ্রতিম সরকারেরও। আইজি থেকে এডিজি পদ পেয়েছেন তিনি। এডিজি পদে দায়িত্বপ্রাপ্ত আইপিএস কর্তা সঞ্জয় মুখোপাধ্যায়ও ডিরেক্টর জেনারেল হয়েছেন। এসআরপি, শিলিগুড়ির অবধেশ পাঠককে কলকাতা পুলিশের এসএসডি ডিভিশনের ডিসি করা হলো। শিলিগুড়ির এসআরপি হচ্ছেন যশপ্রীত সিং। তিনি শিলিগুড়ির পুলিশ সুপার পদে ছিলেন।