কলকাতাঃ দায়িত্বভার গ্রহণ করে আর জি কর হাসপাতাল(RG Kar Hospital)পরিদর্শনে গেলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার( New Police Commissioner)মনোজ কুমার বর্মা(Manoj Kumar Verma)। এ দিন তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের(Kolkata Police) উচ্চপদস্থ কর্তারা। হাসপাতাল চত্বর ঘুরে দেখেন নগরপাল। আর জি করের পাশাপাশি বৃহস্পতিবার সকালে সিঁথি থানা(Sinthi Police Station) পরিদর্শনেও যান কলকাতার নয়া সিপি। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলা সহ গোটা দেশ। প্রতিবাদের আগুন ছড়িয়েছে ভিনদেশেও। এই ঘটনায় শুর থেকেই কাঠগড়ায় প্রশাসন। এমনকী পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন খোদ নির্যাতিতার বাবা-মা। এই আবহে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জোড়াল হয়। সিপির পদত্যাগের দাবিতে লালাবাজার অভিযান পর্যন্ত করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের স্বাস্থ্যভবন অভিযানের মোট পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল পুলিশ কমিশনারের পদত্যাগ। তাঁদের দাবিকে মান্যতা দিয়ে বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে মনোজ কুমার বর্মাকে নিয়োগ করে রাজ্য। দায়িত্ব পেয়েই এবার রাস্তায় নেমে পড়েছেন কলকাতার নবনিযুক্ত সিপি।
আর জি কর হাসপাতাল পরিদর্শনে কলকাতার নয়া পুলিশ কমিশনার
#WATCH : New #KolkataPolice Commissioner Manoj kr Verma visits #RGKar . pic.twitter.com/H71ZABrmRO
— Riya Majhi (@riya_reporter) September 19, 2024