RG Kar Hospital (Photo Credits: X)

শনিবার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) জুনিয়র ডক্টরস ফ্রন্টের (Junior Doctors Font) তরফ থেকে অনুষ্ঠিত হয়েছিল গন কনভেনশন। এরমধ্যেই আরজি করে নতুন সংগঠনের ঘোষণা করল জুনিয়র চিকিৎসকদের আরও এক পক্ষ। এদিন সাংবাদিক বৈঠকে জানান, তাঁরাই নাকি থ্রেট কালচারের শিকার। এবং তাঁদের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কার্যত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা। এদিন একদিকে যখন দুপুরে গন কনভেনশনের প্রস্তুতি চলছে, তখন অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের (West Bengal Junior Doctors Association) পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সংগঠনের মুখ ইন্টার্ন শ্রীশ চক্রবর্তী ও ইন্টার্ন সৌরভ কুমার দাস।

শ্রীশ চক্রবর্তী বলেন, আমরাই টেরর কালচারের শিকার। আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। আমরা কর্মবিরতি তুলে কাজে যোগ দেওয়া এবং সেই সঙ্গে আন্দোলন করার পক্ষে ছিলাম। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। উল্টে আমাদেরই কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হয়। আমরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। গত ৯ অগাস্টের ঘটনা খুবই খারাপ ছিল। আমরাই প্রথমে আন্দোলন শুরু করি। পরে কিছু লোক স্বার্থসিদ্ধির জন্য আন্দোলনের মোড় ঘুরিয়ে নেওয়া হয়। নবান্নে অনিকেত মাহাতো আমাদের দুস্কৃতি বলে সম্মানহানি করেছে"।

অন্যদিকে সৌরভ বলেন, "অভয়া দিদির নামে ওঁরা নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করেছে। ৪.৭৬ লক্ষ টাকা তোলা হয়েছে। সেই টাকা যারা তুলেছে তাঁরা কী দুষ্কৃতি নয়? আমরা আন্দোলন শুরু করেছিলাম। পরে আমাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বহিস্কার করে দেওয়া হয়। বলা হয়েছিল যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাঁরাই নাকি দোষী। দোষ প্রমাণের সুযোগ দেওয়াও হবে না। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ একপক্ষের দাবিই শুনলেন, আমাদের পক্ষ শোনেননি"।