ভূবনেশ্বর, ২৬ জুলাই: বিজেপির কাছে পরাস্ত হয়ে ২৪ বছর পর ওডিশার সিংহাসন হারিয়েছেন নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। লোকসভাতেও শূন্য হয়েছেন। ক্ষমতা হারিয়ে এখন ওডিশার বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক রাজনীতির ময়দানে সক্রিয়। ওডিশায় আলু সরবরাহ ঠিক করার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)-কে চিঠি লিখলেন নবীন পট্টনায়েক। ওডিশাবাসীর ভরসা ফিরে পেতে আলুর অভাবকেই হাতিয়ার করলেন রাজনীতির 'প্রবীন' নবীন।
চিঠিতে মমতাকে বিজেডি প্রধান তথা ওডিশা বিধানসভার প্রধান বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক লিখলেন, " বৃষ্টির জন্য ওডিশার বাজারে আলুর সরবরাহ খুব কমে গিয়েছে। এর ফলে কৃত্রিমভাবে দাম বাড়ায় সাধারণ মানুষের অবস্থা খারাপ। সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম, পশ্চিমবঙ্গ-ওডিশা সীমান্তে আলু বোঝাই অনেকগুলো ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আশা করবো আপনি এই বিষয়ে হস্তক্ষেপ করে, ওডিশায় আলুর স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করবেন।"প্রসঙ্গত, ট্রাক ধর্মঘটের কারণে কলকাতার বাজারেও আলুর দাম বেশ চড়া হয়।
সম্প্রতি ওডিশার রাজ্যপালের ছেলের সরকারী আধিকারীকের ওপর চড়াও হওয়া কাণ্ডে বিজেপির সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে নবীন পট্টনায়েকের। কেন্দ্রীয় বাজেটের পর বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপও দেগেছিলেন নবীন। বিধানসভায় বিজেডি বিধায়কের স্পিকারের মাইক ভাঙা কাণ্ডে নবীনের গ্রেফতারিও দাবি করে ওডিশা বিজেপির নেতারা। বিজেপির বিরুদ্ধে আন্দোলন জমাট বাঁধতে কংগ্রেস বিধায়কদের সঙ্গেও দেখা যাচ্ছে বিজু জনতা দল ইউনাইটেডের বিধায়কদের। আরও পড়ুন- রাজ্যজুড়ে ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিল! সিইএসইকে সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী
দেখুন খবরটি
Former Odisha CM and state LoP Naveen Patnaik writes to West Bengal CM Mamata Banerjee.
The letter reads, " Due to rains, there has been a short supply of potatoes in Odisha market, resulting in an artificial price hike adding to the sufferings of common person. I understand… pic.twitter.com/1cFunSGlFC
— ANI (@ANI) July 26, 2024
এমন অবস্থায় মমতাকে নবীনের আলু সংক্রান্ত চিঠি নিয়ে রাজনীতির অন্য মানে দেখছে রাজনৈতিক মহল। ভোটের আগে ইন্ডিয়া জোটে সামিল হতে মমতা বারবার আবেদন করেন নবীনকে। কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছুতেই রাজি হননি বিজেডি প্রধান। এতে ক্ষুব্ধ হয়ে নবীনের দলকে বিজেপির বি টিমও বলেছিলেন মমতা। কিন্তু লোকসভা ভোটে ওডিশার রাজনীতি থেকে মুছে গিয়েছে নবীন পট্টনায়েকের দল। ওডিশার ২১টি লোকসভার মধ্যে ২০টি-তে জেতে বিজেপি, একটি পায় কংগ্রেস।
সেখানে বিজেডি কোনও আসন পায়নি। পাশাপাশি বিধানসভা নির্বাচনে ১৪৭টির মধ্যে- ৭৮টি আসনে জিতে ওডিশায় প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি। সেখানে নবীনের দল ৫১টি, ও কংগ্রেস ১৪টি আসনে জেতে। বিজেপির সঙ্গে নবীনের সম্পর্ক যত তিক্ত হচ্ছে, ততই বিজেডি-র ইন্ডিয়া জোটে আসার সম্ভাবনা বাড়ছে।