গত ২৮ অগস্ট প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের (Former MP Arjun Singh) বাসভবনের দিকে গাড়িতে করে যাওয়ার সময় ভারতীয় জনতা পার্টি (BJP) নেতা প্রিয়াংশু পান্ডের গাড়ির ওপর ঘটে যাওয়া হামলার সঙ্গে যুক্ত মামলাটি জাতীয় তদন্ত সংস্থা (National Investigation Agency) হাতে নিয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ২৬ অগস্ট রাজ্য সরকারের বিরুদ্ধে ছাত্রদের নবান্ন অভিযানের প্রতিবাদে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে ২৮ অগস্ট ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি। সেই সময় উত্তর ২৪ পরগণার বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডের ওপর হামলা হয়। এমনকি সেই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বোমা বন্দুক সহ প্রিয়াংশুর গাড়ির দিকে এগিয়ে আসে। বোমাবাজি ছাড়াও গাড়ি লক্ষ করে গুলি চালাতেও দেখা যায়। হামলাকারীরা পান্ডের গাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালায়। এই গুলিতে গাড়ির কাচ ভেঙে যায় এবং গুলি চালক রবি ভার্মার মাথায় লাগে। এ হামলায় প্রিয়াংশু ও তাঁর সহকর্মী রবি সিং আহত হন।
ঘটনার দিন বিরোধী দলনেতা গুলি চালানোর ভিডিও পোস্ট করে বিচারের দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন " টিএমসি গুন্ডারা বিজেপি নেতার গাড়িতে গুলি চালিয়েছে। গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন।এভাবে বিজেপিকে রাজপথ থেকে সরিয়ে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল। বনধ সফল হয়েছে এবং মানুষ একে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। পুলিশ ও তৃণমূলের বিষাক্ত ককটেল এখন বিজেপিকে ভয় দেখাতে পারবে না।" শুধু তাই নয় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করেছিলেন তিনি। অবশেষে ঘটনার তদন্তভার গ্রহণ করলেন জাতীয় তদন্ত সংস্থা।
TMC goon opening fire on eminent 's vehicle at Bhatpara. The driver of the vehicle is shot.
This is how Mamata Banerjee & TMC are trying to force BJP off the street. The Bandh is successful and people have supported it wholeheartedly. The toxic cocktail… pic.twitter.com/mOGsLnk9jh
— Suvendu Adhikari (@SuvenduWB) August 28, 2024