Photo Credits: ANI

Narendra Modi in West Bengal: লোকসভার আগে রাজ্যে রাজ্যে ঘুরে প্রধানমন্ত্রীর প্রচার অভিযানে এবার পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ। সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali) যখন রাজ্য জুড়ে তোলপাড় সেই মুহূর্তে বাংলায় প্রধানমন্ত্রীর সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিজেপি। মার্চে মোদীর বঙ্গ সফরের কথা জানা গেলেও কবে আসছেন তার নিশ্চিতকরণ দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শুক্রবার সুকান্ত জানালেন, ১ মার্চ নমো আসছেন রাজ্যে। এদিনই হুগলির আরামবাগে সভা করবেন প্রধানমন্ত্রী। পরের দিন ২ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে দ্বিতীয় সভার কর্মসূচি রয়েছে। বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প বাংলার মানুষকে কীভাবে উপকৃত করেছে সেই সমস্ত তথ্য মোদী তুলে ধরবেন তাঁর জনসভায়। তবে মোদীর বঙ্গ সফর নিয়ে আগামী দিনে আরও বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেছেন বঙ্গ বিজেপির সভাপতি।

দেখুন মোদীর বঙ্গ সফর নিয়ে কী বললেন সুকান্ত...  

বঙ্গ সফরে এসে বারাসাতে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর (Narendra Modi in West Bengal)। ৬ মার্চ মোদীর যাওয়ার কথা বারাসতে। সেখানেই তাঁর পরবর্তী সভার আয়োজন করা হয়েছে। বারাসত থেকে বসিরহাটের দূরত্ব খুব বেশি নয়। তাই সরাসরি সন্দেশখালি না গেলেও উত্তর ২৪ পরগণার এই ছোট দ্বীপের অদূরে গিয়েই সভা সারবেন নমো।