একগুচ্ছে প্রকল্পের উদ্বোধনে সোমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। অসম থেকে সোজা কলকাতা বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে পৌঁছবেন চুঁচুড়ায়। সোমবার দুপুর ৩টে বেজে ৩০ মিনিটের কিছু পরে নরেন্দ্র মোদি কলকাতা বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে ডানলপে পৌঁছে সারবেন জনসভা। জনসভার পর পাশের মঞ্চ থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো-সহ বেশ কয়েকটি রেল প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। সম্প্রসারিত রুটে মেট্রো চলাচল শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। এখনই বাড়ছে না মেট্রোর ভাড়া। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত কাজের দিনে আপ-ডাউনে মেট্রো চলবে ৭৯ জোড়া। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণ থাকলেও আসছেন না তিনি, এমনটাই সূত্রের খবর। এদিনের অনুষ্ঠানের মঞ্চে হাজির রয়েছেন দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতা-কর্মীরা।
লাইভ আপডেট:
হুগলির ডানলপে পৌঁছলেন নরেন্দ্র মোদি
মঞ্চে বক্তব্য রাখছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
রাজ্যে বিজেপি সরকার এলে শিল্প, ব্যবসা, বাণিজ্য, চাকরির ক্ষেত্রে সুবিশাল কর্মসংস্থানের আশ্বাস দিলীপ ঘোষের
মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন নরেন্দ্র মোদি
বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী
বাবা তারকনাথ এবং মহাপ্রভু জগন্নাথকে স্মরণ করে ভাষণ শুরু করেন তিনি
এই দেশকে আধুনিকতার শীর্ষে পৌঁছে দেওয়ার কথা জানালেন মোদি, আর এরজন্য পরিবর্তনের সূত্রপাত দেশজুড়ে
This enthusiasm and energy by all of you is sending a message from Kolkata to Delhi. Now West Bengal has made up its mind for 'poriborton' (change): Prime Minister Narendra Modi in Hooghly, West Bengal pic.twitter.com/usXxereJbZ— ANI (@ANI) February 22, 2021
গ্যাসের পর এবার আজ রেল এবং মেট্রো উপহার দেব রাজ্যবাসীকে
রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন
বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা
বৈদ্যুতিকরণের কাজ রাজ্য জুড়ে চলছে দ্রুতগতিতে
বাংলার মাটি এমন এক ভূমি যেখানে মনীষিদের জন্ম হয়েছে, উন্নয়নের কাজ দ্রুত শুরু করতে হবে বাংলা জুড়ে
বাংলার উন্নয়নই প্রধান এবং একমাত্র লক্ষ্য কেন্দ্রীয় সরকারের
বঙ্কিমচন্দ্রের বন্দেভাতরম ভবনের রক্ষণাবেক্ষণের উপর কেউ জোর দেয়নি
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো সূচনার ফলে মফস্বলের মানুষদের কলকাতায় যাত্রা করা এখন আরও সহজ
মহারাষ্ট্র-শালিমার কিষাণ রেলের জন্য বাংলার ছোট ছোট কৃষকেরা উপকৃত হবেন
ফ্রেট করিডরে লাভ হবে বাংলারই
দেশভক্তির পরিবর্তে রাজ্যজুড়ে ভোটব্যাঙ্কের রাজনীতি চলছে
বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার 'রাজ' করেছে কিন্তু কেউ এই ঐতিহাসিক জায়গার উন্নয়নের উপর জোর দেয়নি
বাংলার গৌরবের ক্ষেত্রে এটি অত্যন্ত অন্যায়
উন্নয়নের বদলে কখনও ভোটব্যাঙ্ক তো কখনও তোষণের রাজনীতি চলেছে
বিজেপি এলে বাংলার সংস্কৃতির জয়গান চলবে
মা-মাটি-মানুষের সরকার অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যকে উন্নয়নের দোরগোড়া থেকে অনেকটা পিছিয়ে দিয়েছে
বাংলা একটি ঐতিহাসিক জায়গা, যার কোনও উন্নয়নই হয়নি; বাংলা আজ উন্নয়নের দোরগোড়া থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে
পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করবে বিজেপি সরকার
পানীয় জল সমস্যাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি
বিজেপি ক্ষমতায় এলে সংস্কৃতির জয়গান হবে রাজ্যজুড়ে, বাংলার ইতিহাস, সংস্কৃতি মজবুত হবে
আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত বাংলা, পানীয় জল থেকে সমস্ত প্রকল্প থেকে বাংলা বঞ্চিত মা-মাটি মানুষের সরকারের জন্য
বাংলায় প্রায় দেড় কোটি পরিবারের মধ্যে মাত্র ২ লক্ষ মানুষ পরিশোধিত জল পায়, এদিকে পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে ১৭০০ কোটি টাকা রাজ্যকে দিয়েছে কেন্দ্র কিন্তু রাজ্য মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করেছে
কেন্দ্রের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল কংগ্রেস সরকার
জুট মিল থেকে শুরু করে একাধিক শিল্প কারখানা ছিল হুগলি নদীর দুই তীরে কিন্তু আজ তার কী হাল আপনারাই দেখছেন, বিজেপি পাট শিল্পের উপর জোড় দিচ্ছে
বাংলায় মেয়েদের সঙ্গে অন্যায় করা হচ্ছে
এই সরকারকে রাজ্যের মানুষ ক্ষমা করবেন না
বাংলার কৃষকেরা সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কথা থাকলেও তৃণমূলের তোলাবাজির জন্য কিছুই পাননি চাষীরা
তোলাবাজি সিন্ডিকেট এবং কাটমানির জন্য আজ বাংলার এই অবস্থা, এগুলো বন্ধ না হলে রাজ্যের উন্নয়ন হবে না
তৃণমূল নেতাদের সম্পত্তি, প্রতিপত্তি বেড়েছে, কিন্তু গরিবরা আজ সবকিছু থেকেই বঞ্চিত
এবার আসল পরিবর্তনের জন্য বিজেপি সরকারকে ক্ষমতায় আনতেই হবে