Narayan Debnath. (Photo Credits:Twitter)

কলকাতা, ১৮ জানুয়ারি: থামল লড়াই। প্রয়াত হলেন বাংলা কার্টুন- কমিকসের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। গত কয়েক দিন জীবন-মৃত্যুর সঙ্গে কঠিন  লড়াইয়ের পর আজ, মঙ্গলবার দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে ৯৭ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।  সকাল ১০টা ১৫ নাগাদ প্রয়াত হলেন তিনি।  রেখে গেলেন তাঁর অমর সৃষ্টি হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাঁটুল দ্য গ্রেট -র মত চরিত্র।

রবিবার থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি শুরু করে তাঁর। ফুসফুসে জল জমে যাচ্ছিল। মূত্রনালিতে সংক্রমণ ছিল। সোডিয়াম ও পটাশিয়াম লেভেলও আশাজনক ছিল না। আরও পড়ুন: মাঘে পারদ পতন, জমজমাটি শীতে কাবু বঙ্গবাসী

দেখুন টুইট

গত ২৪ ডিসেম্বর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। ফুসফুস, কিডনির নানারকম সমস্যা দেখা দিচ্ছিল। রবিরার তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়।

নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই দিনকয়েক আগে নারায়ণবাবুর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’(Padma Shri) সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তাঁরাই প্রবীণ শিল্পীকে সম্মানিত করেন।