কলকাতা, ১৭ জানুয়ারি: খুব সামান্য হলেও বাংলা কমিক্সের শ্রষ্টা নারায়ণ দেবনাথের (Narayan Debnath ) শারীরিক অবস্থার উন্নতি হল। শনিবার পর্যন্ত বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। তবে তাতেও নামছিল নবতীপর কার্টুনিস্টের অক্সিজেনের স্তর।শেষপর্যন্ত তাঁকে ভেন্টিলেশনে দেওয়া। এখন তাঁর অক্সিজেনের মাত্রা ৯৯। তবে কৃত্রিম উপায়ে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে ৯৭ বছরের নারায়ণ দেবনাথকে। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। বিপদ এখনও পুরোপুরি না কাটলেও মোটের উপর ভালোই আছেন নারায়ণ দেবনাথ। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। ২৪ ঘণ্টাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও পড়ুন- Winter In West Bengal: মেঘ কাটতেই মাঘের শীত, পারদ পতনে খুশি বাঙালি
তবে এই প্রথম নয়, বয়স জনিত কারণে মাঝেমাঝেই হাসপাতালে ভর্তি হতে হয় এই কার্টুনিস্টকে। যদিও এবারের বিষয়টি গুরুতর। রীতিমতো আশঙ্কাজনক অবস্থা ছিল তাঁর। এখন সামান্য উন্নতি হলেও বিপদ বাড়ছে।