প্রতীকী ছবি (Photo Credit:: X)

গভীর সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায় মা মঙ্গলা নামের একটি মাছ ধরার ছোট ট্রলার। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে নামখানার বকখালি সমুদ্র সৈকত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। ট্রলারটিতে সাতজন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনকে পাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা উদ্ধার করতে সক্ষম হলেও দুজন এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীরা হলেন - কমল জানা ও দেবকুমার কর। দুজনেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার দেবনিবাসের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নামখানার হরিপুর ঘাট থেকে তিনটি ছোট ট্রলার নিয়ে মোট ২২ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে বের হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির সহযোগিতায় এফআইবি বোট এবং হোভারক্রাফ্ট দিয়ে তল্লাশি শুরু হয়েছে। নিখোঁজ দুই মৎস্যজীবীর বাড়ি নামখানার দেবনিবাস এলাকায়। ইতিমধ্যেই ডুবো ট্রলারটি টেনে আনার কাজ শুরু হয়েছে। নিখোঁজদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।