Rape Representational Image Photo Credit: File Image

ধর্ষণ করে পুলিশের হাত থেকে বাঁচার জন্য স্থানীয় এক পানা পুকুরে ঝাঁপ দিয়েছিল যুবক। কিন্তু তাতেও হল না শেষরক্ষা। কার্যত পুকুর থেকে উলঙ্গ অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করল নিউ ব্যারাকপুর থানার (New Barrackpore Police Station) পুলিশ। দোলের দিন ফের রাজ্যে ঘটল ধর্ষণের ঘটনা। জানা যাচ্ছে, বাড়িতে পুজো আছে এই বলে এক তরুণীকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে যুবক। ঘটনার পর কোনওমতে বাড়ি থেকে বেরিয়ে থানায় অভিযোগ জানাতে যায় নির্যাতিতা। অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরতে বেরিয়ে পড়ে পুলিশ। এদিকে পুলিশের ভয়ে কোনওকিছু না ভেবে বাড়ির পাশে একটি পুকুরে নগ্ন অবস্থায় ঝাঁপ দেয় অভিযুক্ত।

অনুষ্ঠানের নামে বাড়িতে ঢেকে তরুণীকে ধর্ষণ

পুলিশসূত্রে খবর, অভিযুক্ত তরুণ ও নির্যাতিতা তরুণী পূর্ব পরিচিত ছিলেন। তাই যখন বাড়িতে পুজো বলে নিমন্ত্রণ করে, তখন সে রাজিও হয়ে যায়। অভিযোগ, এদিন সেখানেই ২২ বছরের তরুণীকে ধর্ষণ করে ওই যুবক। তবে এই ঘটনার পর ভয় না পেয়ে নির্যাতিতা সোজা চলে যায় থানায়। সেখানেই ২২ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তরুণকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায়।

গ্রেফতার অভিযুক্ত

কিন্তু সেখানে না পেলে শুরু হয় তল্লাশি অভিযান। এদিকে মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখা যায় ওই এলাকারই একটি পুকুরের আশেপাশে রয়েছে সে। চিরুনী তল্লাশিতেও তাঁর খোঁজ না মেলায় পুকুরের মধ্যে খোঁজাখুজি শুরু হয়। তখনই কচুরিপানা থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার হয় অভিযুক্ত। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।