কলকাতা, ২৬ নভেম্বর: 'বড়মা' খুবই জাগ্রত। নৈহাটির 'বড়মা' মা কাউকে খালি হাতে ফেরান না। মন্দিরে পুজো দিয়ে এমন কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট যুদ্ধে বারবার তাঁর পাশে থেকেছে নৈহাটি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ক'দিন আগে উত্তাল হওয়া নৈহাটিতেই উপনির্বাচনে বড় ব্যবধানে জিতেছে তৃণমূল। গত বেশ কয়েকটি নির্বাচনেই বারবার মমতার পাশে থেকেছে নৈহাটি। ২০১১ থেকে টানা চারটে বিধানসভায় জেতা, লোকসভায় লিড, সবই নৈহাটি থেকে পেয়েছেন মমতা। নিশ্চিতভাবেই নৈহাটিকে তৃণমূল গড়ে বলা যায়। লোকসভা ও উপনির্বাচনের বড় জয়ে সেখানকার মানুষদের ধন্যবাদ জানালেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বড়মা-কে মন্দিরে গিয়ে পুজো দেওয়াই ছিল মমতার প্রধান উদ্দেশ্য। বড়মা-কে মন ভরে পুজো দিয়ে মমতা বললেন, "নৈহাটির 'বড়মা' খুবই জাগ্রত। ভক্তদের বিশ্বাস, মা কাউকে খালি হাতে ফেরান না। সকলের মনস্কামনা পূরণ করেন।"মমতার পাশে ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী (পরিচালক)।
এদিনে বড়মা-কে পুজো দেওয়া নিয়ে মমতা বললেন, মুখ্যমন্ত্রী বলেন, 'আমার বাড়িতে কালীপুজো হয়। তাই সেই সময়ে আসতে পারিনি। আমি সব সময় বলি দেবী-দেবতারা যখনই আমায় ডাকে, তখন আমি যাই। ভোটের প্রচারের সময়ে এখানে আসতে পারিনি। উপনির্বাচনে সাধারণত আমি প্রচার করি না। মানুষ আমাদের জিতিয়েছে। আমি এখনকার মানুষের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বড়মার এখানে আসতামই। কিন্তু অপেক্ষা করছিলাম। কারণ, এখানে ভোট ছিল। সেই সময় এলে আবার আমায় জনসভা করতে হত। আজ আসার সুযোগ হল। আজকে আবার মঙ্গলবারও আছে। শনি মঙ্গলবারটা মায়ের দিন।"
দেখুন মমতার পুজো নৈহাটির বড়মা-কে
Naihati is blessed to be the sacred abode of one of the most magnificent manifestations of Goddess Kali, revered not just in West Bengal but across the country. My heart brimmed with devotion as I stood in her presence, praying for the health and well-being of our Ma, Mati,… pic.twitter.com/2VWi9CQ0De
— Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2024
মুখ্যমন্ত্রী বলেন, 'ফেরীঘাটটা বড়মার নামে করে দিতে বলেছি। এখানে একটা পুলিস ফাঁড়ি হবে। একটা হাইমাস্ট লাইট হবে। বড়মার যে ঘাটটি দিয়ে সকলে পারপার করে, আমি এমপি ল্যাড থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেব, যাতে ঘাটটার উন্নয়ন হয়'। এরপর মমতা বলেন, "পার্থ ভৌমিক এমপি হওয়ার একটা কাজ করছে। আমাকে বলেছে, দুটি OPD তৈরির করার জন্য নৈহাটি ও ভাটপাড়ায়। পার্থ এমপি ল্যাড (সংসদ তহবিল) থেকে ২ কোটি দিচ্ছে'।
কী কী ঘোষণা মমতার-
১) নৈহাটিতে ফেরীঘাটের নাম বড়মার নামে কার নির্দেশ।
২) সেখানে একটি পুলিশ ফাঁড়ির তৈরির ঘোষণা
৩) ঘাট উন্নয়নের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা।