
দুনিয়ার উচ্চতম পর্বতশৃঙ্গ জয় করেও ঘরে ফেরা হচ্ছে না নদিয়ার রানাঘাটের পর্বতারোহী সুব্রত ঘোষের (Subrata Ghosh)। এভারেস্ট জয় করে ফেরার সময় প্রাণ হারালেন ৪৫ বছরের বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষ। গতকাল, বৃহস্পতিবার দুপুরে মাউন্ট এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা তুলেছিলেন নদিয়ার দুই পর্বতারোহী সুব্রত ঘোষ ও রুম্পা দাস (Rumpa Das)। দুজনেই একসঙ্গে বেরিয়েছিলেন এভারেস্ট জিততে। মিশন সফলভাবে সম্পূর্ণ করে, এরপর রুম্পা বেস ক্যাম্পে ফিরে এলেও, সুব্রত ফেরেননি। শুক্রবার হিলারি স্টেপের কাছে রানাঘাটেক পর্বতারোহী-র দেহ উদ্ধার হয়। কী কারণে তিনি মারা গেলেন তা ময়নাতদন্তের পরেই পরিষ্কার হবে।
এভারেস্ট জয় করার স্বপ্ন ছিল সুব্রত-র
অরুণাচলপ্রদেশের গোরিচন শৃঙ্গ জয় করেছিলেন সুব্রত। তাঁর স্বপ্ন ছিল এভারসেস্ট জয় করার, সেই স্বপ্ন পূরণ হলেও, সেখানেই তাঁর মৃত্যু হল।
এভারেস্টে মৃত্যু
#Indian climber dies on Mount Everest in ‘death zone’; second fatality this year so farhttps://t.co/srdIr6UueG#MountEverest#Mountaineers
— The Theorist (@thetheorist_in) May 16, 2025
হিলারি স্টেপের কাছে মৃত্যু
সংবাদংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি মরসুমে এই প্রথম এভারেস্টে কোনও পর্বতারোহীর মৃত্যু হল। মাউন্ট এভারেস্ট জয় করে বেস ক্যাম্পে ফেরার সময় হিলারি স্টেপের কাছে কোনও এক দুর্ঘটনায় মারা গিয়েছেন পর্বতারোহী সুব্রত ঘোষ। পাশাপাশি এভারেস্টে ওঠার সময় মারা গেলেন ফিনিপন্সের পর্বতারোহী ফিলিপি দুই স্যান্তিয়াগোর।