ডাক্তারদের বিক্ষোভ( Photo Credits-ANI)

কলকাতা, ১৫ জুন, ২০১৯: পাঁচ দিন পরেও পরিস্থিতি সেই একই জায়গায় রয়ে গিয়েছে। উল্টে আরও চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য সংকট। কোনও পক্ষই নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। বরফ গলার লক্ষণ নেই। এনআরএসের(NRS) জুনিয়র ডাক্তারদের সঙ্গে আইএমএ–র বৈঠকও ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েই আন্দোলনে বহিরাগতদের উস্কানির তত্বে সিলমোহর দিয়েছেন তাঁরা। তাতে আরও চটেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীও অনড় রয়েছেন তাঁর সিদ্ধান্তে। পরিবহকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলেন মুখ্যমন্ত্রী।

সব মিলিয়ে আরও জটিল হয়েছে পরিস্থিতি। গতকাল এই নিয়ে উষ্মা প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নমনীয় হওয়ার বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার পশ্চিমবঙ্গের চিকিৎসকদের ধর্মঘট নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করেন আইএমএ–র (IMA)প্রতিনিধিরা। আরও পড়ুন, নবান্নের বৈঠকে যাব না, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতেই হবে, দাবিতে অনড় এনআরএসের জুনিয়র ডাক্তাররা

এখানে আবার জানিয়ে রাখা জরুরি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু সেন আবার তৃণমূল ঘনিষ্ঠ। কাজেই সেদিক থেকে তিনি যে শাসক দলের পক্ষেই কথা বলবেন এটাই স্বাভাবিক। ঘটেওছে তাই। শান্তনু সেনের উপস্থিতি এবং আইএমএ–র বহিরাগত সত্ত্বে সিলমোহর দেওয়ার ঘটনায় উল্টো ফল হয়েছে। সমস্যা সমাধান হওয়ার থেকে বেশি জটিল হয়েছে। পরিস্থিতি নিয়ে শেষে আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA)পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্য সরকারের কাছে। এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।